প্রিয় ব্লগারগণ, আপনারা আবশ্যই জানেন যে আমাদের প্রাণের চেয়ে অধিক প্রিয় বাংলা ভাষা বিশ্বের প্রধান ৭টি ভাষার ১টি হলেও এটা Google Translator Toolbar-এ নেই। যা আমরা ২৬০ মিলিয়ন বাংলাভাষী মানুষের জন্য শুধু অপমানকরই ন্য়; ঘৃণার বিষয়ও বটে।
আপনারা জেনে অবাক হবেন যে Google Translator Toolbar-এ বিশ্বের ৫০টির ও বেশি ভাষার Translator বা অনুবাদক Toolbar রয়েছে। আরও বিস্মকর ব্যাপার হল, এই ৫০টি ভাষার মধ্যে মাত্র ৪-৫টি ভাষা বাদে আমাদের চেয়ে বেশি ব্যবহারকারী নেই কিন্তু তারপরও তারা Google Translator Toolbar-এ বিদ্যমান।
অনেক দিন আগে একবার ক্লাসে আমার পাশে আমার এক সার্বিয়ান Friend বসেছিল।
তো হঠাৎ দেখলাম ও কি জানি ওর ভাষায় পড়ছে। তাকে বললাম Assignment বাদ দিয়ে কি দেখিস? ও বলল আরে এটা তো Assignment-ই!!! তারপর ও আমাকে বলল যে, ও Assignment-টা Google-এ Translate করে ওর নিজের ভাষায় পড়ছে। আমি শোনার পর একেবারে থ হয়ে গেলাম। তারপর বলল দে দোস্ত আমি এটা তোর ভাষায় অনুবাদ করে দেই। আমি বললাম দে।
কিন্তু তারপর যা ঘটল তা শুধু আমার জন্যই ন্য়, তা ছিল পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ২৬ কোটি বাংলাভাষী মানুষের জন্য অপমানরক। ও যখন Assignment-টা copy করে Bengali Language সিলেক্ট করতে গেল তখন তো আমরা আর আমাদের প্রাণের চেয়ে অধিক প্রিয় বাংলা ভাষা খুঁজে পাই না। দেখা গেল বাংলার কোন অস্তিত্ব Google Translator Toolbar-এ নাই। ও আমাকে প্রশ্ন করল, বিশ্বে কত মিলিয়ন মানুষ বাংলা ভাষা ব্যবহার করে? আমি বললাম প্রায় ২৬০ মিলিয়ন। তারপর ও আমাকে যা বলল তাতে আমি দুনিয়ায় বেচে ছিলাম কিনা, জানি না।
ও বলল আমরা মাত্র ৯ মিলিয়ন মানুষ থাকার পরও আমাদের Serbian ভাষা Google Translator-এ আছে, আর তোদের ২৬০ মিলিয়ন থাকার পরও তোদের ভাষা নাই!!!
প্রিয় ব্লগারগণ, আমরা বাঙালি জাতি পারি না, এমন কোন কাজ কি পৃথিবীতে আছে? আমরা বাংলাকে রাষ্ট্র ভাষা করেছি, আমরা স্বাধীনতা এনেছি, আমরা বাংলাকে আর্ন্তজাতিক মাতৃভাষা করেছি, আমরা বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছি। আমরা কি পারিনা বাংলাকে Google Translator Toolbar-এ যোগ করতে???
হ্যাঁ, আসুন আমরা সবাই মিলে Google-এ Request সেন্ড করি আমাদের বাংলাকে Google Translator Toolbar-এ যোগ করার জন্য। ২০১১ সালের ২১শে আমাদের শপথ হোক বাংলাকে Google Translator Toolbar-এ যোগ করা।
ভাষার জন্য শহীদরা তাদের জান দিতে পারলে আমরা কি পারি না ছোট্ট এ কাজটি করতে? আপনার সামান্য ১টা Request-এ বাংলা ADD হতে পারে Google Translator Toolbar-এ।
দয়া করে নিচের লিংকে click করুন, তারপর post your question-এ click করুন, এরপর আপনাকে আপনার Google Account-এ sign in করতে বলবে।
তরপর আপনি আপনার Request সেন্ড করতে পারেন।
Google Translator Toolbar-এ বাংলা ভাষা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।