আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার ১২-শেষ পর্ব (১২টি রোম্যান্টিক মুভি)

আপাতত রেস্টে আছি! :) আবারও চলে এসেছে ভালবাসার মৌসুম। আর আমিও চলে এসেছি আমার পছন্দের ১২টি রোম্যান্টিক মুভি নিয়ে। বরাবরের মতো এবারও, লিস্টে পিওর রোম্যান্টিকের চে রোম্যান্টিক কমেডিরই প্রাধান্য বেশি। সেই সাথে কিছু নন-হলিউডও আছে। Issız Adam (Alone) Directed by Çağan Irmak Release: 2008 Country: Turkey IMDb Rating: 7.0 রান্না করাটা আলপার (Cemal Hünal) এর নেশা ও পেশা।

সে একদিন হঠাৎ করেই আদা (Melis Birkan ) নামে এক তরুণীর প্রেমে পড়ে গেলো। কিন্তু আদা আর কোনো সম্পর্কে জড়াতে চায় না। এক জীবনে একটি কষ্টই তার জন্য যথেষ্ট। তবে, আলপারের কাছে শেষ পর্যন্ত সে হার মানলো। এমনকি আলপারের মাও জানালো, হবু বৌকে তার খুবই পছন্দ হয়েছে।

এর তার দশ মিনিট পরেই আলপার ঘোষণা করলো, আদাকে তার ভালো লাগছে না। সে ব্রেক-আপ করবে। আর ব্রেক-আপের পর আলপার বুঝতে পারলো, জীবনের সব চে বড় ভুলটি সে করেছে...। এই মুভিটি হয়তো খুব এক্সট্রা-অর্ডিনারী কিছু না। তার পরও দুটি কারণে মুভিটি আলাদা।

শহুরে জীবনের ভালবাসা কতটা যান্ত্রিক হয়ে যাচ্ছে, তার নমুনা এই মুভিটি। বাংলাদেশেও এমন সময় থেকে খুব একটা দূরে না। আর বাংলাদেশী ছেলেদের ভালবাসার ৫টি ফেজ থাকে (*র‌্যান্ডমলী যে কোনো মেয়েকে ভালো লাগা, *যতক্ষণ না মেয়েটি "হ্যাঁ" বলে, পাগলের মতো তার পেছনে ছুটতে থাকা, *যার জন্য এত্ত পাগলামি করা, এক সময় তাকেই অসহ্য লাগতে থাকা *ব্রেক-আপের ২ দিন পর আবার সেই মেয়ের পিছে ছুটতে থাকা, *মেয়েটি যদি ফিরে না আসে তবে, দেবদাসীয় মুডে "ও আমার জীবনের একমাত্র সত্য প্রেম" টাইপ ডায়ালগ আওড়ানো)। সে পাঁচটি ফেজই আমি এই তুর্কী মুভিতে খুঁজে পেয়েছি। মুভিটি রেকমেন্ড করেছিলেন ব্লগার মে ঘ দূ ত।

তাকে ধন্যবাদ। ডাউনলোড লিঙ্ক Nae yeojachingureul sogae habnida (Windstruck) Directed by Kwak Jae-yong Release: 2004 Country: South Korea IMDb Rating: 7.1 পুলিশ অফিসার Kyung-jin Yeo (Gianna Jun) ছিনতাইকারীকে ধরতে গিয়ে ভুলবশত Myung-woo Ko (Hyuk Jang) নামের এক ফিজিক্স টীচারকে গ্রেফতার করে বসলো। তাদের এই পরিচয় এক সময় ভালবাসায় গড়ালো। Myung-woo Ko -এর খুব ইচ্ছা সে যদি কখনো মারাও যায়, সে আবার পৃথিবীতে ফিরে আসবে- তবে বাতাস হিসেবে। যেন সব সময় তার ভালাবাসার মাণুষটির পাশে থাকতে পারে।

মুভিটিকে My Sassy Girl-এর সেমি-প্রিক্যুয়েল বলা হয়। দুটো মুভির পরিচালক একই ব্যক্তি। ডাউনলোড লিঙ্ক Jeux d'enfants (Love Me If You Dare) Directed by Yann Samuell Release: 2003 Country: Belgium IMDb Rating: 7.6 ছোটবেলা থেকে একটা ভিন্ন রকমের খেলা খেলতে খেলতে বড় হয়েছে জুলিয়েন (Guillaume Canet) আর সোফি (Marion Cotillard )। প্রতিটি বিষয়ে তারা একে অপরকে চ্যালেন্জ করে। তাই একদিন সোফি যখন বললো, "আমাকে ভালবাসো।

" জুলিয়েন মনে করলো এটাও বুঝি এক রকম চ্যালেন্জ, তাদের খেলারই অংশ। এই মুভির কালার ও ন্যারেটিভ টোন আরেকটি ফ্রেঞ্চ ক্লাসিকের কথা মনে করিয়ে দেবে- এমিলি। এই মুভির সোফি ও জুলিয়েন এখন বাস্তবে এক সাথে সংসার করছেন। গুলিয়্যেম ক্যানেত পরবর্তীতে পরিচালনাতেও নাম লিখিয়েছেন। তার পরিচালিত মুভিটি হলো Ne le dis à personne (Tell No One)।

এক পোস্টে মুভিটা নিয়ে অল্প করে লিখেছিলাম। ডাউনলোড লিঙ্ক When Harry Met Sally... Directed by Rob Reiner Release: 1989 Country: United States IMDb Rating: 7.7 হ্যারি (Billy Crystal) এক আমুদে প্লেবয়, স্যালি (Meg Ryan) ঠান্ডা মাথার সিরিয়াস এক মেয়ে। হ্যারি মনে করে ছেলে-মেয়ের সম্পর্কের পরিণতি একটাই। স্যালি অবশ্য উল্টোটাই ভাবে। চিন্তা-চেতনায় এরা সম্পূর্ণ বিপরীতধর্মী।

আর তাই যখন হ্যারি আর স্যালি'র দেখা হলো, তাদের জীবনটাই পাল্টে গেলো। সেই সাথে রোম্যান্টিক কমেডির ইতিহাসও। এই মুভির স্ক্রীপ্ট করেছেন নোরা এফ্রন। সত্যি বলতে কি, নোরা এফ্রন-ন্যান্সি মায়ার্স এর সময়কার মিষ্টি রোম্যান্টিক কমেডি (Sleepless in Seattle, What Women Want, You've Got Mail টাইপ) মুভিগুলো আমি দারুণ মিস করি। বলিউড এই মুভি থেকে "ইন্সপায়ার্ড" হয়ে Hum Tum নামে একটি মুভি বানিয়েছে।

বেশ ভালো মুভি। ডাউনলোড লিঙ্ক Il Postino (The Postman) Directed by Michael Radford Release: 1994 Country: Italy IMDb Rating: 7.7 নির্বাসিত কবি পাবলো নেরুদার কাছে চিঠি পৌঁছে দেয় মারিও (Massimo Troisi )। পরিচয় থেকে সখ্যতা। নেরুদার কাছ থেকে মারিয়ো শিখলো কবিতার রূপকথা আর জীবনের বাস্তবতা। বিয়েট্রিসকে (Maria Grazia Cucinotta) ইম্প্রেস করতে মারিও কবিতা শোনাতে শুরু করলো।

সমস্যা হলো সবগুলো কবিতাই নেরুদার লেখা। ভালোবাসার পাশাপাশি আর দুটো বিপরীতধর্মী বিষয় এই মুভিতে হাত ধরে হেঁটেছে- কাব্য ও রাজনীতি। এই মুভির ছায়া অবলম্বনে হুমায়ূন আহমেদ "এই বর্ষায়" নামে একটি নাটক বানিয়েছিলেন। এই পোস্টটি যখন লিখি, তখন এখানে মেগাআপলোডের একটি ডাউনলোড লিঙ্ক ছিলো। কিন্তু SOPA-PIPA-এর ভয়ে কাপাকাপি করে সব ফাইল শেয়ারিং সাইটই এখন "রেস্টে আছে।

" Un Coeur en Hiver (A Heart in Winter) Directed by Claude Sautet Release: 1992 Country: France IMDb Rating: 7.7 ভায়োলিন ক্যামিল (Emmanuelle Béart) এর কাছে জীবনেরই অপর নাম। এই সুরের সূত্রেই তার পরিচয় হলো স্তেফান (Daniel Auteuil) এর সাথে। কিন্তু স্তেফান যেন তার চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে রেখেছে। কাউকেই সে কাছে আসতে দেয় না। স্তেফানকে ভালো লাগলেও, ক্যামিল কিছুতেই এই দেয়াল ভেঙ্গে স্তেফান-এর আবেগের স্পর্শ পাচ্ছে না।

মুভির নামে যেমন উইন্টার শব্দটি আছে, বাস্তবেও এটি ঠান্ডা মুভি। ব্যক্তি বিশেষে মুভিটা "বোরিং থেকে অতি বোরিং" লাগতে পারে। তবে কোনো এক রাতে গল্পে ও ভায়োলিনে বিষন্নতার ছোঁয়া ভরা আর্টিস্টিক মুভি দেখতে চাইলে, এই মুভিটা আদর্শ। ক্লঁদ স্যতে বেশ কিছু ভালো মুভি বানিয়েছেন, আগ্রহীরা দেখতে পারেন। Im Juli (In July) Directed by Fatih Akın Release: 2000 Country: Germany IMDb Rating: 7.8 দানিয়েলকে (Moritz Bleibtreu) নিজের মনের কথা জানাতে অভিনব এক ফন্দি এটেছে জুলি (Christiane Paul)।

তাকে সূর্য আঁকা একটি আংটি উপহার দিয়ে বললো, "এই প্রাচীন ক্ষমতাসম্পন্ন আংটি তোমাকে তোমার মনের মাণুষের কাছে নিয়ে যাবে। যার কাছে সূর্যমুখী কোনো চিহ্ণ দেখবে, বুঝবে সেই তোমার জীবনসঙ্গী। " জুলির উদ্দেশ্য অতিশয় সৎ। নিজে সূর্য আঁকা পোষাক পড়ে, দানিয়েলের সামনে দাঁড়াবে। কিন্তু তার আগেই দানিয়েল এক বিদেশী মেয়ের প্রেমে পড়ে গেলো (সেই মেয়ের গলায় একটা সূর্যমুখী লকেট ছিলো )।

সিদ্ধান্ত নিলো ঐ মেয়ের খোঁজে দেশ ছাড়বে। বাধ্য হয়ে জুলিও তার সাথে যোগ দিলো। মুভিটার সম্পর্কে দুটো ভবিষ্যৎবাণী করে রাখছি। আপনি মুভির গল্পটা আগে থেকেই প্রেডিক্ট করতে পারবেন। এবং তারপরও শুরু হবার পাঁচ মিনিটের মাঝেই আপনি মুভিটার প্রেমে পড়ে যাবেন।

ডাউনলোড লিঙ্ক Toki o Kakeru Shōjo (The Girl Who Leapt Through Time) Directed by Mamoru Hosoda Release: 2006 Country: Japan IMDb Rating: 7.9 মাকোতো নামের এক স্কুলগার্ল হঠাৎই নিজের মাঝে এক অদ্ভুত ক্ষমতা আবিষ্কার করলো। সে টাইম ট্র্যাভেল করে ফিরে যেতে পারে অতীতে। মাকোতোর প্রাণ বাঁচাতে, ভবিষ্যত থেকে আসা এক ছেলে তাকে এই ক্ষমতাটি দিয়েছে। কিন্তু এই কাজ করতে গিয়ে বেচারা নিজেই আটকে গিয়েছে বর্তমানে। এখন মাকোতো কি করবে? শুধু মাকোতো না, তার সাথে জড়ানো আরো দুটো ভালোবাসার গল্প আছে দারুণ এই অ্যানিমেতে।

এই মুভিটা রেকমেন্ড করেছিলেন ব্লগার স্বাধীনতার বার্তা। তাকে ধন্যবাদ। ডাউনলোড লিঙ্ক Qayamat Se Qayamat Tak (From Disaster to Disaster) Directed by Mansoor Khan Release: 1988 Country: India IMDb Rating: 7.5 রাজ (Aamir Khan) আর রাশমি (Juhi Chawla) একে অপরকে ভালবাসে। কিন্তু তারা এটাও জানে, দুই পরিবারের চিরশত্রুতা কখনোই তাদের এক হতে দেবে না। সব বুঝেই তারা পালিয়ে গেলো, শহর থেকে দূরে।

সৃষ্টি করলো নিজেদের এক পৃথিবী। কিন্তু তাদের আলাদা করার জন্য উৎসাহী লোকের অভাব হলো না। সব শেষে তারা এমন এক পথ বেছে নিলো, যাতে কেউ তাদের আলাদা করতে না পারে। গল্পটা শেক্সপীয়ারের ক্লাসিক থেকে ইন্সপায়ার্ড হলেও; সুন্দর স্টোরী টেলিং, অসাধারণ সব গান মিলিয়ে চমৎকার এক মুভি এক্সপেরিয়েন্স। আমাদের বাংলাদেশে এই মুভিটা লিগ্যালী রিমেক করা হয়েছিলো কেয়ামত থেকে কেয়ামত নামে।

এর পরেরটুকু স্রেফ ইতিহাস! ডাউনলোড লিঙ্ক (Qayamat Se Qayamat Tak) ডাউনলোড লিঙ্ক (কেয়ামত থেকে কেয়ামত) The Japanese Wife Directed by Aparna Sen Release: 2010 Country: India স্নেহময় (Rahul Bose) ভারতের প্রত্যন্ত এলাকার এক স্কুলের অঙ্কের টীচার। টিভি দূরে থাক, সেই পুরো এলাকায় একখানা ফোনও নেই। তার পত্রমিতা হলো এক জাপানী মেয়ে মিয়াগি (Chigusa Takaku)। শুরু হলো এক অন্যরকম ভালবাসার গল্প। চিঠিতেই তাদের পরিচয়, বিয়ে আর সংসার।

স্নেহময় কিন্তু তার স্কুলের বেতন থেকে অল্প অল্প করে টাকা জমাচ্ছে। কোনো একদিন সে নিশ্চয়ই দেখা করবে তার জাপানী জীবনসঙ্গীর সাথে। মুভির একটা ব্যাপার আলাদা করে বলতে হয়, সেটা হলো এর সিনেম্যাটোগ্রাফী-চোখজুড়ানো!মুভিটার মাঝে এক্সট্রিম লেভেলের ইনোসেন্স আছে। আমার ধারণা পরিচালক ইনটেনশনালি এ কাজটি করেছেন। তিনি দেখাতে চেয়েছেন; কামনাগুলোকে ভালবাসার ট্যাগ সেঁটে, সেটাকে কুৎসিত পর্যায়ে নেবার দরকার নেই।

ভালবাসার একটা পবিত্র রূপও আছে। ডাউনলোড লিঙ্ক শ্রাবণ মেঘের দিন পরিচালক: হুমায়ূন আহমেদ মুক্তি: ২০০০ আজ, এই ২০১২ সালে এই মুভিটা নিয়ে অনেক নেতিবাচক মন্তব্যই করা যায়। কিন্তু যে সময়ে মুভিটা মুক্তি পায়, সে সময়ে বাংলা চলচিত্রের অতি দুরাবস্হা ছিলো। অশ্লীলতা এতো চরম আকার ধারণ করেছিলো যে, অ্যাডাল্ট মুভি মেকাররাও লজ্জা পেতো। সুস্হ্ ধারার সব কয়টি মুভি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিলো।

যখন বাংলা সিনেমার সব কিংবদন্তীরা মুভি বাদ দিয়ে ঘরে বসে ছিলেন (নায়করাজ বাদে। উনি ঐ সময়টা কলকাতা গিয়ে চুটিয়ে সিনেমা করেছেন)। সেই সময়ে এক আধা পাগল লেখক, ভাটি অঞ্চলের মাণুষদের উপর অপরিচিত কাস্ট নিয়ে ফোক গান নির্ভর এক মুভি বানিয়ে বসেন। সে আগুনঝরা সময়ে এই সিনেমাটার রিলিজ ও অবিস্মরণীয় ব্যবসায়িক সাফল্য ছিলো শ্রাবণ দিনের এক পশলা বৃষ্টির মতো। অন্যান্য মুভির মতো, এই মুভির মাঝেও হুমায়ূন আহমেদের ট্রেডমার্ক সিম্প্লিসিটি আছে।

তবে আমাকে মুগ্ধ করেছে অন্য দুটি ব্যাপার। ১.এই মুভির সাউন্ডট্র্যাক। গানগুলো এখনো মাণুষের মুখে মুখে ফিরে। আর ২.প্রয়াত গোলাম মোস্তফা। কি অসাধারণ ক্যারেক্টারাইজেশন আর স্ক্রীন প্রেজেন্স এই ভদ্রলোকের! সাধু!সাধু!!সাধু!!! ডাউনলোড লিঙ্ক It Happened One Night Directed by Frank Capra Release: 1934 Country: United States IMDb Rating: 8.3 এলি (Claudette Colbert) বড়লোক বাবার বখা মেয়ে।

নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে ঘর থেকে পালালো সে। তাকে সাহায্য করতে এগিয়ে এলো রিপোর্টার পিটার ওয়ার্ন (Clark Gable)। সে এলিকে পৌঁছে দেবে তার পছন্দের মাণুষটির কাছে। তবে একটা শর্ত আছে। এলির ঘর পালোনোর গল্পটা নিয়ে একটা এক্সক্লুসিভ নিউজ করতে চায় পিটার।

শুরু হলো দুজনের অদ্ভুত রোডট্রিপ। যার গন্তব্য একটাই-ভালবাসা! ডাউনলোড লিঙ্ক মুভির সালটা দেখে ঘাবড়াবেন না। বিনা দ্বিধায় দেখতে বসে যান। এটা সর্বকালের সেরা রোম্যান্টিক কমেডির শর্টেস্ট লিস্টেও অনায়াসে জায়গা করে নিতে পারবে। মুভিটি দুইবার বলিউডে রিমেক করা হয়েছে- Chori Chori (1956) ও Dil Hai Ki Manta Nahi (1991) নামে।

চোরি চোরি মুভির একটা গান আমার খুব পছন্দের। ভালবাসার ১২-(পর্ব ১) Click This Link ৬টি মাস্ট সী নন হলিউড রোম্যান্টিক মুভি [পর্ব-৩] Click This Link শীর্ষ ছবি- Le Mépris। জ্যঁ-লুক গঁদার-এর মাস্টারপীসটা আমার চোখে, যতটা না ড্রামা তার চে বেশি অ্যান্টি রোম্যান্টিক। বড় প্রেম শুধু কাছেই টানে না, অনেক সময় দূরেও ঠেলে দেয়। *সামুতে মুভি নিয়ে লেখা-লেখি করাটা আমার ক্ষুদ্র জীবনের অন্যতম আনন্দময় অভিজ্ঞতা।

আমার অজান্তেই এ আনন্দময় যাত্রায় অনেক বন্ধু, শুভাকাঙ্খী পেয়েছি। তাদের সবার প্রতি আমার অসম্ভব কৃতজ্ঞতা থাকবে, সারা জীবন!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.