সৌদি শাহ্জাদার সোনার তৈরি রাজকীয় বিমান নিয়ে দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে। আল-ওয়ালিদ বিন তালাল বিন আবদুল আজিজের নিজস্ব বিমানের ভেতরের শতকরা ৭০ ভাগ সোনা দিয়ে তৈরি। সম্প্রতি রাজকীয় ওই বিমানটির ছবি ইন্টারনেটে প্রকাশিত হওয়ার পর এ নিয়ে দেশটিতে ব্যাপক প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক ওয়েবসাইটে এর বিরুদ্ধে কঠোর সমালোচনাও করা হচ্ছে। ইন্টারনেটের বিভিন্ন সাইটে প্রকাশিত
এ ছবি সৌদি রাজপরিবারের মাত্রাতিরিক্ত ভোগ-বিলাস ও সম্পদ অপচয়ের একটি মাত্র দৃষ্টান্ত।
ফেসবুক ওটুইটারের মতো বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক ও ইন্টারনেট সাইটে সৌদি নাগরিকরা এ ধরনের বিমান ব্যবহারকে ধর্মীয় দৃষ্টিতে হারাম বা অবৈধ বলে উল্লেখ করেছেন। বিশ্বের অন্য দেশের কথা বাদ দিলেও সৌদি আরবেই বহু দরিদ্র মানুষ রয়েছেন এবং দেশটির অনেক দরিদ্র শিশু অপুষ্টির শিকার। সৌদি রাজপরিবারের সদস্যরা সম্পদ,
প্রাচুর্য, বিলাসিতা, অপচয় ও আরাম-আয়েশে নিমজ্জিত হলেও দেশটির ২ কোটি ২০ লাখ জনগণের শতকরা ২২ ভাগ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেছেন বলে সৌদি প্রতিবাদীরা ইন্টারনেটের মাধ্যমে সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন। সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল সে দেশের শীর্ষস্থানীয় ধনকুবেরদের মধ্যে অন্যতম এবং সর্ব-সাম্প্রতিক জরিপ অনুযায়ী বিশ্বের শীর্ষস্থানীয় ধনীদের মধ্যে তালাল পঞ্চম স্থানে রয়েছেন।
বিশ্বের অনেক দেশে তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।
এখন নতুন করে সোনার বিমান নিয়ে শুরু হলো সমালোচনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।