আমাদের কথা খুঁজে নিন

   

Boycott indian product (ভারতীয় পণ্য বর্জন) কর্মসূচি আরম্ব আজ থেকে।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ বন্ধুরা, আজ থেকে শুরু হয়েছে আমাদের কর্মসূচি। বিশ্বাস, আমরা সবাই আমাদের প্রতিজ্ঞা পুরুপুরি পালনে সচেষ্ট হবো। হয়ত এতে কাজহবে না তা বলে ভাবনা করা চলবে না বারে বারে চেষ্টা করেও হয়ত কিছুই হবে না, তা বলে ভাবনা করা চলবে না। মনে রাখতে হবে, রাত যত গভীর হয় প্রভাত ততই এগিয়ে আসে।

দেশ প্রেম মনে জিয়েয়ে রাখুন, মাতৃভাষার গর্বে গর্বিত বোধ করুন। সকল অবস্থায় করাপশনের বিরুদ্ধে সোচ্চার হোন। হয়ত তাতেও করাপশন বন্ধ হবে না। মনে রাখতে হবে, বারে বারে ঠেলবি দোয়ার হয়ত দুয়ার খুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। যুদ্ধের ময়দানে পরাজিত দলের সবাই যদি শেষ হয়ে যায়, কিন্তু একজনের হাতেও যদি সেই দেশের ঝান্ডা থাকে তবে তাকে পরাজয় বলা হবে না।

হয়ত সবাই হেরে যাবে কিন্তু হতে পারে একমাত্র আপনার হাতেই রয়ে যাবে লাল সবুজ পতাকা। তাই একাই সার্বভৌমত্ব টিকিয়ে রাখার দায়িত্ব নিতে হবে। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।