This world is too short to love anyone.
আর কত কি দেখব, রাজনীতির মারামারি শেষ হতে না হতে আবার নতুন এই উটকো ঝামেলা শুরু হয়েছে।
আসুন একটু ক্ষতির দিকগুলো ভেবে দেখি।
হাজার হাজার বাংলাদেশী ছেলেরা বিশেষ করে ঢাকার রাস্তা-ঘাটে ছেলেদের চিল্লাচিল্লি, অফিস ভাংচুর এবং কোথাও নাকি আর্জেটিনা আর ব্রাজিলের নামে পরস্পর বিরোধী মিছিল অলিতে গলিতে মহড়া দিচ্ছে। পরিণামে এক দলের সমথনকারীরা অন্যদলকে লক্ষ্য করে কটু বাক্য বিনিময় থেকে শুরু করে উস্কানী মূলক বাক্য ছুড়তেও শংকচ বোধ করছে না। কোথাও নাকি একে অন্য দলের পতাকা পুড়াতে শুরু করেছে। আর কত কি ঘটবে কে জানে!
যেকোন খেলাকেই পারস্পরিক মৈত্রীর সেতুবন্ধনের উপলক্ষ্য হিসাবে ব্যবহার করাই উচিত। তবে সিরিয়াস হয়ে মারামারি করা মানে কাপুরুষুচিত মানসিক বৈকল্য ছাড়া আর কিছুই নয়। তাই আসুন আমাদের দেশের জন্য এই দুই দলের নামে মারামারি, ভাংচুর ইত্যাদি বয়কট করে ভালোবাসার উদাহরণ স্থাপন করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।