নতুন কিছু জানতে ও জানাতে ভাল লাগে। মানবাধিকার নিয়ে কাজ করার অনেক ইচ্ছা। ঢাকার যানজট নিয়ে আসলে বলার কিছু নেই। তারপরও যানজট নিয়ে কিছু কথা শুধু ধানমণ্ডি আর মিরপুর রোড নিয়ে । ধানমণ্ডির মিরপুর রোড নামধারী রাস্তা ঢাকার অন্যতম ব্যাস্ত রাস্তা সবারই জানা।
তবে যাদের বিষয়টি জানার কথা তারা জানে কিনা সেটি বলা মুস্কিল। ঢাকার অনেক ব্যাস্ত রাস্তায় যানজট নিরসনের কাজ চলছে তা ঢাকার রাস্তায় বের হলে আমাদের চোখে পড়ে তা ধীরে হোক বা দ্রুত হোক বা যাই হোক কাজ শুরু হয়েছে বা সামনে হবে।
ধানমণ্ডির মিরপুর রোডে আমার মনে হয় যতটা যানজট হয় সামনে এর অবস্থা যে কি হয়ে তা ভাবা দুস্কর। মিরপুর-১২থেকে সকালে অফিস সময়ে বের হলে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে । আর যদি রাস্থায় যদি কোন সময় রাস্তায় গাড়ি নষ্ট হয়ে পড়ে থাকে তবে তো কিছু বলার অপেক্ষা রাখেনা।
এখন কথা হল ধানমণ্ডির এত হাইপ্রফাইল এমপি মন্ত্রী থাকতে এর কোন প্রতিকার দেখতে পারছিনা। ঢাকার গুরুত্বপূর্ণ এই এলাকার রাস্তার উন্নয়ন অতি তারাতারি দরকার। ধানমণ্ডির হাইপ্রফাইল এমপি মন্ত্রীদের মিরপুর রোড নিয়ে কিছু করার জন্য ধানমণ্ডিবাসির অনুরধ। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।