আমাদের কথা খুঁজে নিন

   

কাওড়াকান্দি ফেরি ঘাটে তীব্র যানজট, ৫ কিলোমিটার দীর্ঘ যানজট

পর পর দুই দিনের হরতাল, ঈদ শেষে রাজধানী মুখী মানুষের চাপ বেড়ে যাওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটের কাওড়াকান্দি ফেরিঘাটে তীব্র যানজট দেখা দিয়েছে। মালবোঝাই ট্রাকের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাতায়াত উপলক্ষে ভিআইপি যাত্রীদের পারাপার ইত্যাদি কারণে এ যানজট তীব্র হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সারেজমিনে দেখা যায়, কাওড়াকান্দি ফেরিঘাটে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের হাজারও যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছে। এছাড়াও প্রায় ৫ শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অক্ষায় কাওড়াকান্দি ঘাটে আটকে পড়েছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.