আমাদের কথা খুঁজে নিন

   

পপকরন খাইতে খাইতে লিখা মুভি রিভিউঃ (পর্ব ২) the big year ( সাবটাইটেল সহ ডাউনলোড লিঙ্ক )

সামুতে সেফ হবার জন্য সংগ্রাম করছি! দোয়া করবেন! বেশির ভাগ মুভি ডাউনলোড করি সাধারণত রিভিউ পড়ে অথবা imdb তে ভালো রেটিং দেখে। । the big year এর imdb রেটিং মোটামুটি বাজেই বলা যায়, মাত্র 5.9 কিন্তু এটা দেখার ইচ্ছা প্রবল হইছে এই মুভিটার কাস্টিং দেখে। pink panther দেখার পর থেকেই আমি steve martin এর বিশাল ফ্যান হয়ে গেছি। আর তার সাথে আছে jack black এই লোকের ফ্যান হইছি gullivers travel দেখার পর।

এবং owen Wilson , midnight in paris এর এই অভিনেতার কাজ আমার সব সময়ই উপভোগ্য লাগে। মূলত ছবির পোস্টারে এই তিন জনের এই পোজ দেখে মুভিটা ডাউনলোড শুরু করি। ছবির কাহিনী আক্ষরিক অর্থে খুব দুর্বল বলে মনে হয়েছে। মাত্র একটা লাইনে পুরা মুভির ঘটনা বলে ফেলা যায়ঃ তিন জন পাখিপ্রেমী বিভিন্ন প্রজাতির পাখি খুঁজে বের করার চেষ্টা করে এবং তাদের জন্য এই বছরটা হচ্ছে big year কেননা যে সর্বাধিক সংখ্যক পাখি খুঁজে বের করতে পারবে – সে-ই হবে বিজয়ী । তবে মুভিতে ক্যামেরার কাজ আসলে দেখার মতো একটা জিনিস! পুরো মুভির শুটিং হয়েছে কানাডা আর ইউ এসএ জুড়ে।

কানাডার attu island এর পাহাড় আর সমুদ্রের অদ্ভুত নৈসর্গিক দৃশ্য আপনার মনকে অন্য রকম এক মায়ায় আকর্ষণ করবে। british Columbia এর মাইলের পর মাইল হাইওয়ে , tofino আর osoyoos এর দিগন্ত বিস্তৃত মাঠ- অসাধারণ অসাধারণ সব মোমেন্ট । সাথে usa এর Atlanta আর Georgia এর চমৎকার সব লোকেশন আপনার দেখা হয়ে যাবে । director of photography তে ছিলেন Lawrence sher নামের এই ভদ্রলোক, মুভিপাগলদের কাছে এই লোক পরিচিত hangover part 1 & 2 এবং due date এর জন্য। আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, এ মুভিতে big bang theory এর jim Parsons ছোট চরিত্রে আছে।

হাল্কা সুরে মাথা দুলিয়ে শোনার মতো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ধন্যবাদ Theodore Shapiro কে । মুভির প্লট নেয়া হয়েছে mark obmascik এর বই “The Big Year: A Tale of Man, Nature and Fowl Obsession by ” থেকে । তবে দুর্বল কাহিনী বিন্যাস এবং সংলাপের জন্য লেখক mark কে আমি ভদ্রতার খাতিরেও ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত! মুভির Screenplay তে ছিল Howard Franklin । জীবনেও দেখেন নাই, এমনকি নাম পর্যন্ত শুনেন নাই- এরকম অস্থির অস্থির কিছু পাখিকে বড় পর্দায় তুলে আনার জন্য পরিচালক david frankel অনেক কষ্ট করেছেন, যদিও ৪১ মিলিয়ন বাজেটের এই ছবি বক্স অফিস ফ্লপ, আয় করেছে মাত্র ৭ মিলিয়ন। ১০০ মিনিটের এই কমেডি মুভিটা , যাদের photography এর প্রতি টান আছে , তাদের অবশ্যই দেখা উচিৎ।

আর সিরিয়াস মুভি দেখতে দেখতে মাথা জ্যাম হয়ে থাকলে, শিউর থাকেন বস, দেখার পর ফুর্তি মেজাজেই থাকবেন! মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক এখানে , সাথে সাবটাইটেল আছে। উৎসর্গঃ আমার অনেক বন্ধু আছে। এদের মধ্যে, আমার কেন জানি মনে হয়, দুই জন বন্ধু , আমার ধারণা, শেষ বয়েসে যখন আমার পাশে কেউ থাকবে না, পরম মমতায় এঁরা আমাকে জড়িয়ে রাখবে। ইসতিয়াক রেজা ফাহিদ এবং ইবরাহিম আলম অমিত , ধন্যবাদ, বন্ধুত্ব কি জিনিস সেটা বুঝানোর জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।