আমাদের কথা খুঁজে নিন

   

পপকরন খাইতে খাইতে লিখা মুভি রিভিউঃ (পর্ব ১) ৫০/৫০ (সাথে সাব টাইটেল সহ ডাউনলোড লিঙ্ক)

সামুতে সেফ হবার জন্য সংগ্রাম করছি! দোয়া করবেন! কাহিনী সংক্ষেপঃ ২৭ বছর বয়েসি অ্যাডাম একজন সাংবাদিক । তার সাথে থাকে তার গার্লফ্রেন্ড । আর আছে অ্যাডামের কাছের বন্ধু কাইল। মুভির শুরুর দিকেই দেখা যায়, অ্যাডামের spinal ক্যান্সার ধরা পরে। এদিকে কাইল আবার একটা পার্টিতে অ্যাডামের গার্লফ্রেন্ডকে অন্য লোকের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায়।

ব্রেকআপের পর, হাসপাতালে কেমোথেরাপি নিতে গেলে, অ্যাডামের ধীরে ধীরে বন্ধুত্ব হয় কেটি নামের একজন তরুণী থেরাপিস্ট এর সাথে। একসময় সে জানতে পারে, তার টিউমার অপারেশন করাতে হবে। আর বাঁচার সম্ভবনা ৫০/৫০। যাই হউক, ছবিটার প্রথম দিকে নাম ছিল I'm With Cancer । তারপরে নামকরণ করা হইছে Live With It।

পরে ৫০/৫০। ছবিটার মূল কেন্দ্রে আছে Joseph Gordon-Levitt , যিনি অ্যাডাম এর ভূমিকায় অভিনয় করছেন । আমার মনে হয়, এ পর্যন্ত joseph করা সেরা অভিনয় এই ছবিতে। ছবির জন্য সত্যি সত্যি তিনি তার মাথা ন্যাড়া করছেন। আর সেই দৃশ্যটাই কিন্তু এই মুভিটার পোস্টার ।

মুভির অন্যান্যরা হল , অ্যাডামের বন্ধু Seth Rogen, থেরাপিস্ট Anna Kendrick, গালফ্রেন্ড Bryce Dallas Howard । ক্যানসার এর সাথে ড্রামা আর কমেডি এর এই রকম সম্মিলন আমি খুব কম মুভিতেই দেখেছি। লেখক Will Reiser এবং পরিচালক Jonathan Levine অতি দক্ষতার সাথে আপনাকে মনিটরের সামনে পাক্কা ১০০ মিনিট আটকে রাখবেন, জোর দিয়েই বলছি। আর মুভিটার কিছু দৃশ সত্যি সত্যি চোখে লেগে থাকবে । মুভিটার imdb রেটিং ও অনেক ভালো, 8.0. আমার পার্সোনাল রেটিং 8.5. পুরস্কার এর তালিকা ও কিন্তু বিশাল।

এরই মধ্যে জিতে নিয়েছে Aspen Filmfest । এছাড়া ও Broadcast Film Critics Association Awards, Dallas-Fort Worth Film Critics Association Awards, Golden Globes, USA, Hollywood Film Festival, Independent Spirit Awards, National Board of Review, USA, San Diego Film Critics Society Awards, Washington DC Area Film Critics Association Awards, Writers Guild of America, USA ইত্যাদি আসর মাত করে আসছে। আপনি যদি মুভি পাগল টাইপ হয়ে থাকেন , অবশ্যই এই মুভিটা মিস করা উচিত হবে না। আমার নিজের ডার্ক কমেডি খুবই ভালো লাগে কিন্তু এই মুভিটার দেখার পর অনেক অনেক দিন তার স্বাদ , আপনার মুখে লেগে থাকতে বাধ্য । কাঁদতে কাঁদতে হাসার কিছু দৃশ্য আছে, অসাধারণ , আর কিছু বলার নাই।

মজার বিষয় হচ্ছে , ছবির লেখক Will Reiser তার নিজের ক্যান্সারে আক্রান্ত হবার সত্য কাহিনী নিয়েই কিন্তু এই মুভিটা বানানো হইছে। ডাউনলোড লিঙ্ক এইটা আর সাব টাইটেল এখানে পোস্টটি উৎসর্গ করলাম আমার খুবই প্রিয় একজন ব্লগার অণুজীব কে। যদিও আমরা একই ভার্সিটিতে পড়ি, আমার সাথে কোনদিন ওর দেখা হয় নাই, ব্লগেই পরিচয়। এই ছেলেটার লেখার হাত আসলেই সে রকম! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।