-আপনি কি করবেন ?
---আমি প্রেম করব ।
-প্রেম কি করার মত কোন জিনিস?
--------আমার যে জীবন তাতে বেঁচে থাকতে হলে প্রেম করতে হবে । আমি এখনও সে বয়সে পৌঁছাইনি যে প্রেম করতে পারব না ।
-অবশ্যই । করার জন্য প্রেম খুব ভাল বিষয় ।
করার জন্য কাউকে পেয়েছেন ?
---------পেয়েছি কিন্তু সে আমার প্রেমে পড়েছে কিনা বুঝতে পারছি না ।
-মাফ করবেন । আপনি তার বেলায় বলেছেন প্রেমে পড়েছে কিনা বুঝতে পারছেন না । আপনার বেলায় যা করা, তার বেলায় সেটা পড়া হবে কেন?
------------আমি তাকে বলেছি সে আমার সাথে প্রেম করতে ইচ্ছুক কিনা ?
-সে কি বলেছে ?
----------কখনও মনে হয় প্রেমে পড়েছে কখনও মনে হয় পড়েনি ।
-মাফ করবেন ।
আপনি আবারও বলছেন প্রেমে পড়েছে কিনা । আপনি বলতে পারেন প্রেম করতে রাজি কি অরাজি বুঝতে পারছেন না । প্রেম করার জন্য প্রেমে পড়া জরুরী না । কিন্তু আপনার জন্য প্রেম করা জরুরী ।
---------শুধু প্রেম করায় আপত্তি নেই খুব কিন্তু কিছুর বিনিময়ে শরীরী প্রেম - একটু ধন্দ ।
প্রেমে পড়তেও আমার আপত্তি নেই । যেহেতু নারীরা সাধারণত প্রেমে না পড়ে প্রেম করতে পারে না । তাদের প্রেমে পড়ে প্রেমে পড়ানো বা করানোতে নারীরা আস্থা পায় ।
-আপনি কি আস্থাভাজন ?
-----------আমি ভালবাসতে জানি । আমাকে ভালবাসলে আমাকে ঠেলে দূরে সরিয়ে না দেয়া পর্যন্ত ছেড়ে যাই না ।
তবে সে চাইলে যেতে পারে । আমি বাধা দেব না । আমি দূর থেকে তার সম্পর্কে জেনে নেব ।
-আচ্ছা । আপনি তাকে প্রেম করার জন্য বলেছেন, সে প্রেম করার আবেদনে সম্মতি দিতে পারে, কিছুদিন প্রেম করতে পারে. নতুন প্রেম পছন্দ হলে আপনাকে রেজিগনেশন দিতে পারে ।
নতুন প্রেম নতুন কিছু দিলে তাকে ভাল অফার নিতে বাধা দেবেন না । আপনি অসাধারণ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।