Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality
; পুরানো একটা কৌতুক। এক নিলাম অনুষ্ঠানে, একটা মারুতি অলটো'র নিলাম হচ্ছিল। দাম হাঁকতে, হাঁকতে সেই গাড়ির দাম কোটি টাকায় দাঁড়ায়। এক উৎসুক ভদ্রলোক জিগ্যেস করলেন, ভাই মারুতি অলটো'র এক পুরানো গাড়ির দাম এত্ত উঠতেছে কেন? উত্তরে তাকে জানানো হয়, এই গাড়িতে যতবার এক্সিডেন্ট হইছে ততবার'ই বউ মারা গেছে কিন্তু জামাইয়ের কিচ্ছু হয় নাই। উত্তর শুনেই প্রথম ভদ্রলোক দাম হাকেন, 'দুই কোটি।
'
সামনে আসতেছে 'হেপি নিউ ইয়ার। ' এইটা উপলক্ষে আমি ও কৌতুকের মতই একটা অফার দিতে চাই। এখন পর্যন্ত আমার সাথে যে সকল যুগলরাই তাদের নিউ ইয়ার সেলিব্রেট করছেন তাদের সবারই এখন ছাড়াছাড়ি হয়ে গেছে। তারা এখন দুই মেরুর বাসিন্দা!
তো যারা ঘর সংসার নিয়ে ত্যাক্ত বিরক্ত আছেন, তারা আমার সাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে পারেন। লিমিটেড অফার।
বিফলে মূল্য ফেরত। আপনার ব্রেক আপ হইতে বাধ্য। না হইলে আমি গিয়া করাইয়া দিয়া আসব। আর যারা দিব্যি সুখে আছেন তারা এক কাপ চা হাতে নিয়া, নীল আসমানের দিকে তাকাইয়া বলেন, 'জীবনটা এত সুখের কেরে? কাইন্দালচি, আবেগে, আবেগে। '
*লিমিটেড অফার।
**শর্ত প্রযোজ্য।
***নাম গোপন রাখা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।