আমাদের কথা খুঁজে নিন

   

আমরা ইন্ডিয়ান নই, আমরা বাংলাদেশী, BPL প্রশ্নের মুখে??, ক্রিকেট প্রশ্নের মুখে

মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে। BPL- বাংলাদেশ প্রিমিয়ার লীগ???? (আপনি যদি সামান্য বিবেকবানও হন,তবে পড়ুন এবং প্রতিবাদ করুন এদের বিরুদ্ধে) ????? এদেশের মানুষের ক্রিকেটের প্রতি অনেক ভালবাসা। কিন্তু সেই ভালবাসা নগ্ন ভালবাসা নয়,যে ইন্ডিয়ানদের মত এদেশের মেয়েরা বলবে যে, বাংলাদেশ জিতলে তারা সবকিছু করতে প্রস্তুত। আমরা ক্রিকেটকে ভালবাসি।

আমাদের প্রানের খেলা ক্রিকেট। কিন্তু নতুন শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি একি শুরু করেছে। মাঠে গড়ানোর আগেই মেয়েদের নগ্ন করে তুলে ধরছে। এটা কি আমাদের সংস্কৃতি?? কেন এই নগ্নতা? যখন আমাদের ক্রিকেট প্রেমী পরিবার গুলো একসাথে বসবে সাকিব, তামিম, মাশরাফী, নাসিরদের খেলা দেখতে তখন এই নগ্ন নাচ দেখলে তারা কতটুকু খেলাকে ভালবাসবে বলতে পারেন। আমরা কি এতই বোবা হয়ে গেছি যে, এইগুলা মুখ বুঝে সহ্য করব? আপনার বোন,মেয়ে বা ভাই, ছেলে যদি ক্রিকেট পাগল হয় আর দূর্ভাগ্যবসত যদি আপনি ও ক্রিকেট পাগল হোন তবে কি মেয়ে বা ছেলেকে নিয়ে এই নগ্নতা দেখবেন।

এখনও সময় আছে আসুন যে যার জায়গা থেকে প্রতিবাদ জানাই। দেশপ্রেম দেখানোর এটাই উতকৃষ্ট সময়। দেশপ্রম নগ্নতায় নয়? আসুন বাচাই ক্রিকেটকে ও বাচাই আমাদের সংস্কৃতিকে। (ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.