আমাদের কথা খুঁজে নিন

   

ইন্ডিয়ান নাটকগুলোর প্রভাব

হাতছানি দেয় দূরে কেউ আমারে

বাসায় এখন টিভি চালু করলেই মা, ভাবি বোনদের সঙ্গে রেষারেষি। কেন! তাদের ইচ্ছা ইন্ডিয়ান সিরিয়াল নাটক দেখা আমাদের খেলা দেখা। একটা জিনিস আমায় ভাবিয়ে তোলে যে কোন শহুরে বাসায় যান, বুঝতে পারবেন কেন এই রেষারেষি। তাদের বক্তব্য- আমরা কোন সিরিয়াল মিস করতে চাই না। তাই একদিন টিভির সামনে বসে স্টার ওয়ান চ্যানেলে লাগালাম সম্ভবত: মিলে যাব হাম তুম হতেছিল।

নায়িকা গায়ে ওড়না নেই, নায়ক নায়িকার গায়ের উপর শুয়ে আছে আর ক্যামেরার কাজ কত সুন্দর বার বার যে জায়গার ক্যামেরার কাজ করা উচিৎ সেখানে করছে প্রয়োজনে আরো জুম করা হচ্ছে বার বার। সেখান থেকে চ্যানেল চ্যান্স করে স্টার প্লাস এ লাগালাম সেখানে কোন সিরিয়াল হচ্ছিল বলতে পারবো না। তবে একটু কাহিনী দেখে মনে হলে একজনের বউ আর একজনের সঙ্গে পরকীয়া করছে, আর স্বামী আর একটা মেয়ে সঙ্গে এফেয়ার করছে। নায়িকার কি সট সট কাপড় পড়ছে। আর কত ইন্ডিয়ান চ্যানেলগুলোতে-এধরনের সব বাজে বাজে সিরিয়াল হয়! ইন্ডিয়ান চ্যানেলগুলো ফ্যাসানেবল কাপড় চোপড় কোম্পানী গ্রাহক চাহিদা অনুযায়ী তৈরী করছে।

তাদের এখন ইচ্ছা এরকম সট সট আর বাজে কাপড় পড়া। ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে এখন অনেক ছোট ছোট ছেলেমেয়েরা যৌ্বনে আকৃষ্ট হচ্ছে, প্রেমে মগ্ন হচ্ছে। আমরা যে বয়সে কিছু বুঝি নি, সে বয়সে তারা......................। চ্যানেলগুলোর ক্যামেরার কাজ সবচেয়ে বেশী অবাক করে। জুম করে করে দেখাই।

জানি আমাদের সামনে প্রজন্মে এগিয়ে যেতে হবে, তবে কি এটাই সে প্রজন্ম। আমি শুধু এটাই বলতে চাই বাংলাদেশে শহুরের ছেলেমেয়েদের নষ্ট করার পেছনে অনেকটাই দায়ী!! - ইন্ডিয়ান চ্যানেলগুলো আপনারা কি মনে করেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.