কোনোমতেই বাগে আনা যাচ্ছেনা সোমালিয় এই জলদস্যূদের। যার ভয়ে বিশ্বের বাঘে-মহিষে এক ঘাটে জল খায়, সেই আমেরিকার জাহাজ ছিনতাই করে, জাহাজের ক্যাপ্টেনকে জিম্মি করে বসে আছে জলদস্যূরা।
বেশ কিছুদিন আগে সৌদি আরবের এ যাবৎকালের সবচে বড় একটি ওয়েল ট্যাংকার ছিনতাই করে মোটা অংকের মুক্তিপণ আদায় করে তারা। এই দস্যূরা খুবই সংগঠিত, সুশৃংখল এবং বিরাট নেটওয়ার্কের অধিকারী। এসব জানা যায় তাদের মুক্তিপন আদায়ের কাহিনী দেখে। হলিউডের সিনেমাও হার মানবে তাদের কৌশলের কাছে!
ধারনা করা হচ্ছে, এবছর জলদস্যূদের রেভিণ্যূ দাড়াতে পারে ১৫ কোটিতে। গত দুবছরে দেড়শো জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ভারত মহাসাগরে।
যার আনুমানিক ক্ষতির পরিমান ৮ কোটি ডলারের মতো। প্রশ্ন হলো, এই একবিংশ শতকে, যখন মহাশূণ্যে পর্যটক যাচ্ছে, তেমনই এক পটভূমিতে ইতিহাস কিংবা রূপ কথার বই থেকে উঠে আসা এই জলদস্যূরা কিভাবে এতো ত্রাস সৃষ্টি করছে? তাদের উৎস কিংবা শিকড়ই বা কোথায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।