আমার লেখা পড়ে.................. জুয়ার টেবিলে বসেছেন তিনজন- সিগারেটের ধোয়া- মাতাল যৌনতা সারি সারি আত্না চারপাশের দেওয়ালে ঝুলে আছে- তারা বাতাসে দোল খায়। উৎসবের আমেজে একজন ধার্মিক, একজন কবি ও মেয়ের দালাল তিন টেক্কায় হবে বাজি মাত- এখন যিনি মিথ্যা বলবেন তিনি পঙ্গু হবেন, এখন যিনি অবৈধ যৌনকাংখা করবেন, তিনি হবেন নপুংসক! যার হাতে উঠবে তিন টেক্কা তিনি জিতে যাবেন- পঙ্গু ও নপুংসক ছাড়া বাকীরা শ্রেষ্ঠ জুয়াড়ীকে দেবেন মুক্তি। জীবনের কাছ থেকে লেনদেন নিয়ে জুয়াড়ী চলে যাবে সন্ধ্যাতারায়- খেলা শেষ - বাজিমাত, তিন টেক্কায়। অথচ জুয়াড়ী মুক্তি পেলেন না- প্রত্যেকে পঙ্গু এবং নপুংসক !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।