আমাদের কথা খুঁজে নিন

   

আসুন প্রত্যেকে ১০ কেজি করে আলু কিনি

কেএসআমীন ব্লগ

আলু চাষীরা আলুর ন্যায্য মূল্য পাচ্ছে না। অন্যদিকে চালের দাম গরীব মানুষের নাগালের বাইরে। বিশ্বজুড়ে চালের সংকট। রপ্তানী বন্ধ করেছে অনেক দেশ। এমতাবস্থায় আমাদের করণীয় কি? আসুন আমরা প্রত্যেকে ১০ কেজি করে আলু কিনি।

এবং আজই। প্রতিদিন আলুর ভর্তা খাই, আলুর তরকারী বেশী করে খাই, আলু দিয়ে নানাবিধ ডিস বানানোর চেষ্টা করি। এতে ভাতের উপর অবশ্যই চাপ কমবে। এতে চালের চাহিদা কমে যাওয়ায় দামও ধীরে ধীরে সহনীয় পর্যায়ে নেমে আসবে। ১০ কেজি আলুর দাম বড় জোড় ১৩০ টাকা মাত্র।

গ্রামাঞ্চলে এর দাম ১০০ টাকার কাছাকাছি হওয়ার কথা... বিপুল পরিমান আলু আমাদের চোখের সামনে পঁচে যাবে, এটা কখনওই কাম্য নয় কারও। সামহোয়ারইনে প্রায় ১০ হাজার রেজিস্টার্ড ব্লগার থাকার কথা। রেগুলার ভিজিটরের সংখ্যাও অনুরূপ হবে। বিদেশে অবস্থানরত ব্লগারদের বাদ দিলে অন্তত: ১০ হাজার ব্লগার ও ব্লগ পাঠক এই আহবানটি পড়ার কথা... আমরা যদি আমাদের প্রত্যেকের পরিচিতজনকেও একই আহবান জানাই তবে ব্যাপক ফল লাভের কথা... তবে, নিজেদের মধ্যে অভ্যাসটি চালু করার পরই যেন আমরা অন্যকে আহবান জানাই... আমার পরিবারেও এখন এর চর্চা চলছে। 'আলুরদম' নামক একটি উপাদেয় ডিস আজ সকালে খেলাম।

গতকাল খেলাম 'আলুডাল'। আর আলু ভর্তা তো আছেই... ইসলাম ধর্মে আছে, এক সাহাবী একদিন এসে নবীজিকে বললেন যে, তার ছেলেটি খুব বেশী মিষ্টি খায়.... এটা ভাল না খারাপ জানতে চাই। নবীজি সাহাবীকে বললেন, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে ২ দিন পর দেব। তো সাহাবী দুইদিন পরে এসে আবার নবীজিকে একই প্রশ্ন করলেন। নবীজি এবার বললেন, মিষ্টি বেশী খাওয়া ভাল না।

সাহাবী অবাক হয়ে বললেন.... হুজুর... এই উত্তরটি তো আপনি ঐদিনই দিতে পারতেন। ২ দিন পরে দিলেন কেন? তখন নবীজি হেসে বললেন, আসলে আমি নিজেও মিষ্টি খুব পছন্দ করি। গত ২ দিনে আমি মিষ্টি খাওয়া কমিয়েছি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।