আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাটস্ অফ টু ইয়্যু...ইয়াং ম্যান! ছবি ব্লগ

ফ্রি.....ড.....ম!!!!! "আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে"- নিজেকে সেই ছেলেদের একজনই মনে হয়। আর তাই তরুণ প্রজন্মের জন্য বলি "ওরে নবীন ওরে আমার কাচাঁ, আধ মরাদের ঘা মেরে তুই বাচাঁ"। এই কথাটা এই জন্য বলি যে, আমাদের আগের প্রজন্ম বর্তমান প্রজন্মকে খুবই কটাক্ষ্য করে থাকে। প্রবীন (বয়সে/মনে) দেখে যে নবীন স্কুল/কলেজ ফাঁকি দিচ্ছে, শিশা, চরসের নেশায় বুদঁ হয়ে আছে, ফাও আড্ডা দিচ্ছে, নারীর সঙ্গে ওপেন সেক্সে ওপেন হতে কোন দ্বিধাগ্রস্থতা নেই। কাজেই তরুণ সমাজ খারাপ। বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল তরুণটি যখন দেখলো যে একজন বৃদ্ধ বার্ধক্যে নুয়ে পড়ে পথ চলতে অক্ষম তখন সেই তার জম্পেস আড্ডা থেকে উঠে যেয়ে হাত ধরলো অজানা, অচেনা, সারা গায়ে নোংরা ময়লা জমে থাকা বৃদ্ধের। হাত ধরে ধরেই পৌঁছে দিয়ে এলো তার গন্তব্যে। ১. ২. ৩. ৪. রিয়েলি হ্যাটস্ অফ টু ইয়্যু...ইয়াং ম্যান! উই আর প্রাউড অফ ই্য়্যু কাউন্ট ডাউন: ০২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।