আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাটস্ অফ টু আম জনতা......

হিজিবিজি বিনম্র শ্রদ্ধা জানাই আপনাদের সবাইকে যারা যেভাবে পেরেছেন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এই হৃদয় বিদারক ট্রাজ্যেডিতে। আবারো আশা করতে পারছি মানুষ মানুষের জন্যে। তবে দায়ী অমানুষ গুলার ব্যাপারে যেন কোন ছাড় দেয়া না হয়...........ভয়টা এখানেই। বড়জোর ২/৩ মাস!!! তারপরেই হয়তো এই রানাকেই দেখবো স্থানীয় কোন অনুষ্ঠানে আমাদেরই মাননীয় কোন মন্ত্রী মহোদয়ের (!!!) বক্তব্য রাখতে বা ফুলের মালা নিতে। ....আমরা আম জনতা আবারো আশাহত হবো। দেশের বড় বড় মানুষ গুলা আরো বড় বড় কিছু কথা বলবে.....আমরা বাহবা দিব....অােরা বেশী বিভক্ত হবো.....আর এই সুযোগে মানুষরূপী কিছু হায়েনা/শুয়োর (এই মুহূতে এর চাইতে ভাল কিছু আসছে না) আমাদের দন্ড-মুন্ডের কর্তা হয়ে থাকবে। আমি সত্যিই আশাহত হতে চাই না মানবতার এই অভাবনীয় রুপ দেখার পর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।