আমাদের কথা খুঁজে নিন

   

ধূসর মানচিত্রের অসামাজিক জীবনধারা থেকে মুক্তি চাই হে মহারাজ

CONNECTION FAILED ধূসর মানচিত্র এ কেমন সুখ যখন দেখি ক্ষুধার্ত মুখ এ কেমন স্বাধীনতা যেখানে কোটি মানুষ শেখে অধীনতা এ দেশ ভুল পথে বিকৃত ভাঙা হাতে লাঞ্ছিত কৃষকের স্বপ্ন বিষন্ন বিবর্ন কালো কাচে ঢাকা এ শহর মত্ত কি বেদনাময় এ বিশ্বাসহীনতা হায়... এ কেমন জাতি যারা বিস্মৃত সেই স্মৃতি এ কেমন রাজনীতি যারা ভোলায় সে প্রতিশ্রুতি মোরা অভিভুত হয়ে মাতি কবিতা উৎসবে শিল্প, কালচার, নাটক ও সংগীতে বস্ত্রহীনেরা বিপন্ন বিস্ময়ে এখনো কাঁদে ক্ষুধার কোরাসে হায়… এ কেমন দুঃসময় যখন দেখি সারা পথ জুড়ে নিত্য মৃত্যু, জীর্ন মানুষের দীর্ঘশ্বাস ওড়ে বাতাসে হেহেহেওহোহহ হেহেহেওহোহহ আর রাজপথ ভেঙে ছুটে চলে নীল মার্সিডিজ উদ্দম বৈভবে গণতন্ত্র যার মাঝে বসে চোখ মারে আর হাসে... এ কেমন জীবন দেখো ঘুমিয়ে ফুটপাত এ কেমন এ কেমন জীবনযাপন মোদের প্রান নেই তবুও দিনযাপন মোরা রুটির গন্ধে ভুলে অভিভুত ব্রেকফাস্ট নাটুকে প্রেম সাধারন্যে সন্ত্রাস কোথাও কাঁদছে দেখো সাঁঝের ভাটিয়ালি ক্লান্ত বাউল ভাবে প্রেম বড় অভিচারী হায়………… অডিও লিঙ্ক অসামাজিক জানালার বাহিরে দেখি কত রং কত উৎসব, পর্দার আড়ালে থেকে দেখি আমি সব। আসতেও চাইনা আমি বাহিরে মাঝে সবার, নিজেকেও ভাবিনা আমি তোমাদেরই আরেকজন। বিক্ষোভের ভাষা হারিয়ে উন্মাদ আমার মন, সবই মিছে তোমার তামাশা নিয়মের মুখোশে। হে সমাজ আমি চাইনা তোমার আশ্রয় হে সমাজ আমি হয়েছি আজ নির্ভয় আমি দেখতে চাই আমার স্বকীয়তা আমি থাকবো সবার ভিন্ন হে সমাজ আজ নেই যে মনে সংশয়। কত কিছু বদলে গেছে সমাজের রীতিনীতি, স্বার্থের ভূষণে মেকি সমাজ সেবক নেতার দল।

অপরাধ সবারই আছে দেখেও না দেখে সবাই, ঝঞ্ঝাট এড়িয়ে চলে সচকিত নাগরিক। একদিন হবে মোদেরই জয় থাকবেনা আর মনে কারো কোনো সংশয়, সেইদিন হবে পৃথিবী যে আলো ঝরা হাসি গানে ভরা। হে সমাজ আমি অন্ধকারে আর নই হে সমাজ আমি করবোনাকো আর ভয়, আমি ভাঙতে চাই সেই রীতিনীতি যেথা অন্যায় হয় স্বীকৃত হে সমাজ আমি অন্ধকারে আর নই। হে সমাজ আমি চাইনা তোমার আশ্রয় হে সমাজ আমি হয়েছি আজ নির্ভয় আমি দেখতে চাই আমার স্বকীয়তা আমি থাকবো সবার ভিন্ন হে সমাজ আজ নেই যে মনে সংশয়। অডিও লিঙ্ক জীবনধারা আমারই দেশে এমনি জীবনধারা, বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া।

অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার রাজনীতির শিকলে জীবন সবার কতকিছু ঘটে যায় তবু থাকতে হয় নির্বিকার কেটে যাবে এমনিভাবে কারো নেই যে কিছু করার। কত আশাকে বারেবারে বেঁধেছে বুকে এই দেশেরই মানুষ, শত বাধাকে ভেঙে চুরে মুক্তির নিশানটাকে সামনে তুলে ধরে বারেবার বারেবার এগিয়ে গেছে তারা। আমারই দেশে এমনি জীবনধারা, বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া। শত ছলনা প্রলোভনে ভুলেছে মন দেশেরই মানুষের কবে জনতা এক হবে মৃত্যুর শপথ নিয়ে নতন সমাজ গড়ে আরেকবার আরেকবার এগিয়ে যাবে তারা। আমারই দেশে এমনি জীবনধারা, বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া।

অডিও লিঙ্ক মুক্তি চাই চেয়ে দেখ চারিদিকে চিৎকার চেয়ে দেখ চারিদিকে ধিক্কার, হতাশায় ডুবে দুরাশায় ভুগে হয়ে গেছে কালো আজ অন্তর। হয়ে গেছে কালো আজ অন্তর। চেয়ে দেখ চারিদিকে সংশয় হারিয়েছি আজ সেই পরিচয়, সততার মাঝে অভাবের লাজে স্থির হয় জীবনের পরাজয়। স্থির হয় জীবনের পরাজয়। এই সমাজের প্রভুরা খেলে নিষ্ঠুর খেলা, হে সমাজের প্রভুরা কেন এই ধ্বংস লীলা।

চাই না হতে নিপিড়িত, চাই না হতে প্রতারিত, চাই না হতে আশাহত, মুক্তি চাই। আর নয় বিষন্নতা, আর নয় প্রবঞ্চনা, আর নয় দারিদ্রতা, মুক্তি চাই। চেয়ে দেখ রঞ্জিত রাজপথ হারিয়েছে প্রাণ কত প্রিয়জন, জীবনের সাঁঝে হারানোর গানে দিকহীন আজ এই সংগ্রাম। দিকহীন আজ এই সংগ্রাম। কোনদিন হবে সেই তোলপাড় ফিরে পাবো না পাওয়ার অধিকার, হতাশার সব কালো ছায়া মুছে যাবে আলোর বন্যায়।

মুছে যাবে আলোর বন্যায়। এই সমাজের প্রভুরা কোনদিনও ভাবে না, এই সমাজের প্রভুরা কেন দেখেও দেখে না। চাই না হতে সমাজবদ্ধ, চাই না হতে সবার মত, চাই না হতে প্ররোচিত, মুক্তি চাই। আর নয় মিছে আশা আর নয় কালো ছায়া, আর নয় পিছে ফেরা মুক্তি চাই। কেন মিথ্যের ভারে নুয়ে পরে জাতি, কেন শিক্ষায় করে অবনতি, কেন নিষ্ঠার ভয়ে ঘুনে ধরা জাতি, কেন ছাত্রের প্রাণে রাজনীতি।

এই সমাজের প্রভুরা খেলে নিষ্ঠুর খেলা, হে সমাজের প্রভুরা কেন এই ধ্বংস লীলা। চাই না হতে নিপিড়িত, চাই না হতে প্রতারিত, চাই না হতে আশাহত, মুক্তি চাই। আর নয় বিষন্নতা, আর নয় প্রবঞ্চনা, আর নয় দারিদ্রতা, মুক্তি চাই। [link|http://doridro.net/download/Requested Songz/Requested Songz [2007]/Warfaze - Mukti Chai.mp3.html|অডিও লিঙ্ক] হে মহারাজ সমাজ শিখরে আজ তুমি কি একা রিক্ত কামনায় অহমের মায়াজালে, সকল ভালোবাসা পদদলিত করে মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে। ক্ষমতার নিয়মে দেয়াল তুলে জনতাকে বেদনায় ভাসালে, ক্ষমতার পেছনে যাদের স্মৃতি অবসরেও কি পরে মনে! হে মহারাজ, এসো আমাদের সমতলে পাবে জীবন, যাকে বহুদুর গেছ ফেলে প্রানে জোয়ার আছে জনতার এ ভুবনে হে মহারাজ……… তোমার দুপাশে মিথ্যে গুণগ্রাহী দেবে কি বাঁধার আশা জনতার এ মিলনে, তবে কি জনগন আজ পথের কাঁটা যারা তোমায় ভালোবেসেছে মনে প্রানে! ক্ষমতার নিয়মে দেয়াল তুলে জনতাকে বেদনায় ভাসালে ক্ষমতার পেছনে যাদের স্মৃতি অবসরেও কি পরে মনে! হে মহারাজ, এসো আমাদের সমতলে পাবে জীবন, যাকে বহুদুর গেছ ফেলে প্রানে জোয়ার আছে জনতার এ ভুবনে হে মহারাজ……… হে মহারাজ, এসো আমাদের সমতলে পাবে জীবন, যাকে বহুদুর গেছ ফেলে প্রানে জোয়ার আছে জনতার এ ভুবনে হে মহারাজ……… অডিও লিঙ্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।