আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ ইন্সটল করুন মাত্র ৫ মিনিটে

আমি হব সকাল বেলার পাখি সবাইকে শুভেচ্ছা। আশা করি ভালই আছেন। উইন্ডোজ ইন্সটল করা অনেকের জন্য মাসিক একটা রুটিন হয়ে দাড়িয়েছে ভাইরাস নামক াভিশাপের কারনে। উইন্ডোজ সেটআপ করতে টাইম তো লাগেই তাছাড়াও ড্রাইভার সেটআপ, সফটওয়্যার নতুন করে ইন্সটল এবং এন্টিভাইরাস আপডেট সহ অনেক কিছুই করতে হয় নতুন অপারেটিং সিষ্টেম ইন্সটল করতে গিয়ে। কিন্তু ভাবুন তো এই সব কিছুই যদি সম্ভব হত মাত্র ৫-৮ মিনিটের মধ্যে তাহলে কতগুলো সময় বেঁচে যেত, তাই না??? এই বার সেই নিয়মটি নিয়েই কথা বলব।

এর জন্য আপনাকে টরেন্ট ডাউনলোডার থাকতে হবে কেননা যেই সফটওয়্যার ডাউনলোড করতে হবে তার ফুল ভার্সনটি আমি এখনও পাইনি এবং ২টি ব্ল্যাংক ডিভিডি লাগবে। তো শুরু করা যাক: ১. প্রথমে আপনি চিরাচরিত উপায়ে অপারেটিং সিষ্টেমটি সেটআপ করুন, প্রয়োজনীয় ড্রাইভারগুলো ইন্সটল করে নিন, এন্টিভাইরাস সেটআপ দিয়ে ফুল আপডেট করে নিন। ২. তারপর এখান থেকে একরনিস সফটওয়্যার টি ডাউনলাড করে নিন। ৩. তারপর সেটি সেটআপ করুন। ৪. সেটআপ হয়ে গেলে একরনিস রান করে, একরনিস মিডিয়া বিল্ডার অপশনে ক্লিক করুন, তারপর Acronis true image home এ টিক মার্ক দিয়ে নেক্সট ক্লিক করুন, তারপর একটি ব্ল্যাংক ডিভিডি/সিডি ঢুকিয়ে সেটি রাইট করে নিন।

৫. এবার একরনিস এ ব্যাকআপ অপশনে আসুন। ৬. ডিস্ক ব্যাকআপ এ আসুন। ৭. যে ড্রাইভ এ উইন্ডোজটি আছে (সাধারনত সি ড্রাইভ) সেটি মার্ক করুন। ৮. তারপর create a new backup archive এ ক্লিক করুন। ৯. ব্যাকআপ ফাইলটি কোথায় সেভ হবে তা নির্বাচন করুন।

(সি ড্রাইভ ছাড়া অন্য ড্রাইভে সেভ করুন। ) ১০. সবশেসে proceed এ ক্লিক করুন। এরপর দেখবেন ব্যাকআপ করা শুরু হবে যা কিছুটা সময় নেবে। ১১. এবার এই ব্যকআপ ফাইলটি একটি ডিভিডি তে রাইট করে নিন। এবার ধরুন আপনার কম্পিউটার ক্রাস করল বা আপনি নতুন মেশিনে অপারেটিং সিষ্টেম ইন্সটল করতে চাচ্ছেন।

তখন প্রথমে বুটেবল একরনিস সিডি দিয়ে বুট করান। তারপর রিকভারি অপশনে আসুন। এবার সিডিটি বের করে অন্য সিডিটি ঢুকান (যে সিডিতে ব্যাকআপ ফাইলটি আছে) তারপর ব্যাকআপ ফাইলটির লোকেশানটি দেখিয়ে দিন। যে ড্রাইভ এ ইন্সটল করতে চান সেটি সিলেক্ট করুন। সবশেষে proceed এ ক্লিক করুন।

দেখবেন ঐ ব্যকআপ থেকে ৫-৭ মিনিটের মধ্যে সম্পূর্ণ অপারেটিং সিষ্টেম টি রিকভার হয়ে সম্পূর্ণ আগের অবস্থানে ইন্সটল হয়ে গেছে ঠিক যে অবস্থায় আপনি ব্যকআপ নিয়েছিলেন। এ ব্যপারে আরো জানতে ভিজিট করুন : এখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.