নাজমুল ইসলাম মকবুল
লাভর পেশা রাজনীতি
(সিলেটের আঞ্চলিক ভাষায় প্যারডী গান)
নাজমুল ইসলাম মকবুল
ইতা কিতা কইলায়গো মাই ফুলমতি
হকল পেশার চাইতে বুলে
হকল পেশার চাইতে বুলে লাভর পেশা রাজনীতি। ।
ইলেকশনর সময় আইলে খেদমতের আর জুড়ি নাই
আতো ধরি পাওয়ো ধরি একটা ভোট ভিা চাই
বুড়ি আঙ্গুইল দেখাইমু ভাই
বুড়ি আঙ্গুইল দেখাইমু ভাই কোনোমন্তে জিতি। ।
ধান্দাবাজির টেখা বাটমু দিনে রাইতে ভোটর দায়
জানা আছে এই টেখাটা কেমনে উসল করা যায়
আচার বিচার লাগলে টেখা
আচার বিচার লাগলে টেখা আইব পাতি পাতি।
।
থানার দলালী করলে পকেট অইবো ভারী
টেন্ডারবাজী দখলবাজী ধান্দাবাজি চুরি
হকল কিছু করতাম পারমু
হকল কিছু করতাম পারমু দেখাইয়া পিরিতি। ।
গোন্ডা পান্ডা পালতাম পারমু পেশী শক্তি দিয়া
টেকার ঝড়ি আইব তখন উড়িয়া উড়িয়া
এন্ডা বাচ্ছা খাইমু মারইয়া
এন্ডা বাচ্ছা খাইমু মারইয়া দেখাইয়া ভয় ভীতি। ।
জনগনর সেবার কথা কইমু মুখে মুখে
নিজর লাভর কথা কিন্তু ছাপইয়া রাখমু বুকে
রাতারাতি বড়ো অওয়া
রাতারাতি বড়ো অওয়া এই পেশার মুলনীতি। ।
(গলা ছেড়ে গাইতে চাইলে সুরের জন্য সরাসরি লেখক ০১৭১৮৫০৮১২২)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।