প্রতিটি ক্ষেত্রে ভালো চিন্তা ও সেই সাথে ভালো কাজ করা উচিত। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করা উচিত।
দেখা যায় যে, পুরুষের তুলনায় মেয়েদের গলার স্বর চিকন ও মিষ্টি। অনেক বয়স্ক মেয়েদের গলার স্বরও দশ বারো বয়সের ছেলেদের মতো চিকন হয়। ছেলেদের গলার স্বর যেমন বয়স বাড়ার সাথে সাথে পরির্বতন ও মোটা হতে থাকে কিন্তু মেয়েদের বেলায় তা হয় না।
কিন্তু কেন এমন হয়?
মানুষের যখন বয়স বাড়তে থাকে, যৌবনকাল শুরু হয় তখন শরীরের ভেতর এক ধরনের লালাগ্রন্থি হরমোন তৈরী হয়। এই হরমোনই শরীরের নানা রকম পরির্বতন ঘটায়।
ছেলেদের বেলায় এই হরমোনের জন্য তাদের মুখ ও শরীরের অন্যান্য স্থানে লোম গজায়, তেমনি গলার স্বরও মোটা করে দেয়। এই সময় পুরুষদের শরীরে টেষ্টোষ্টারোন (Testosterone) নামে এক বিশেষ জাতের হরমোন তৈরী হতে থাকে। এই হরমোন তাদের পুরুষালীভাব তৈরী হওয়ার জন্য দায়ী এবং তাদের শারীরিক গঠনের পরির্বতন ঘটায়।
কিন্তু মেয়েদের শরীরে এই টেষ্টোষ্টারোন হরমোন তৈরী হয় না। এই জন্য তাদের বাল্যকালের কন্ঠস্বরটাই সারাজীবন অক্ষুন্ন থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।