সুখীমানুষ
সংক্ষিপ্ত সংলাপ - ৪২ (অমীমাংসিত মীমাংসা)
: বেশী আশা করছি?
: না
: ওর কি আগ্রহ কমেছে?
: হুমম... নাহ্
: না পাওয়াটা কোথায় তবে?
: অবিচল বিশ্বাসে উচ্ছলতা থাকেনা
: পরিষ্কার হলোনা... (সন্দেহ)
: তুমি নারী, সম্পর্কের শুরুতে "না"তে ছিলে
: হুমম..
: তোমার "হ্যাঁ" এর জন্য সে কি করেনি!
: হি হি হি.. পাগল একটা! (কি মজা)
: তুমি রাজি হলে
: রাজি আগেই ছিলাম, "হ্যাঁ" বল্লাম দেরীতে।
: "হ্যাঁ" প্রাপ্তিতে তার ছেলেমানুষি উচ্ছ্বাস সেদিন সবাই দেখেছিল
: হি হি হি.. পাগল একটা! (কি মজা)
: সে তোমাকে বিশ্বাস করলো
: হুমম
: আশ্বস্ত হলো, তুমি তার, কেবলই তার!
: হুমম
: তোমার নাটাই নিলো হাতে তার।
: নেয় নাই , আমি দিয়েছি তুলে।
: হুমম
: তাই বলেইকি উড়াচ্ছে আমারে অহবেলায়?
: পেয়ে গেলে পুরুষ প্রকাশে ভালোবাসা "অবহেলায়"
: রাত জেগে কথা বলার কত সখ ছিলো আগে?
: আর এখন?
: রাত ১১ টা মানে তার গহীন রাত
: তার শান্তির ঘুম, সে জানে তুমি তার
: দস্যি ছিলো, আবদারও ছিলো অনেক
: আর এখন?
: তার দস্যিপানার আশায় আশায় অভিমানে মরি
: ভালোবাসা পোক্ত হলে, ছেলেরা অভিভাবক হয়ে যায়
: তো!
: অভিভাবক কি দস্যি হয়?
: তার দস্যিপানার জন্য যে মরি!
: করবে করবে তখন কেঁদে কূল পাবেনা..হি হি হি।
১৭-১০-০৮, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।