আমাদের কথা খুঁজে নিন

   

মাইকেল মধুসূদন দত্তের গ্রাম,বাড়ি ও মধুমেলা -২০১২[ছবি ব্লগ]

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই । গত ২৫ শে জানুয়ারী ছিল সাইকেল সধুসূদন দত্তের ১৮৮ তম জম্নবার্ষিকী । আর তার এই দিন কে স্বরন করে প্রতি বছরই আয়োজন করা হয় মধুমেলার । ঘুরে আসলম মধু মেলা আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার দেখা জিনিস দৃশ্যপট গুলো । সাগড়দাড়ি গ্রামের প্রবেশ পথ ।

কবির প্রতি সম্মনে এর ফটক তৈরী করা হয়েছে । ১৮৮ তম জম্নবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মেলার মূল ফটক । সাগড়দাড়ি গ্রামে মাইকেল মধুসূদন ইন্সটিটিউশন মেলায় একটি বইয়ের স্টল মধুমেলার আরেকটি প্রবেশদ্বার মধুপল্লি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের বাস-ভবনের গেট । কবির লেখা একটি কবিতার কয়েকটি পংতি,বাড়ির মূল ফটক পার হলেই এটি নজরে পড়ে । কবির বাড়ির সামনের পুকুর মাইকেল এর ভাস্কর্ষ মধুসূদন দত্তের বাস-ভবন (পৈতৃক বাড়ি) মধুসূদন দত্তের বাস-ভবন (পৈতৃক বাড়ি) এর ভেতরের বিভিন্ন অংশ Click This Link কবির বাস-ভবনের একটি রুমে করা পাঠাগার গ্রামের একটি পাঠশালা এই সেই কপতাক্ষ নদ যার বথা কবি তার কবিতায় লিখেছিলেন ।

সতত, হে নদ , তুমি পড় মোর মনে সতত তোমার কথা ভাবি এ বিরলে ; নদ আর অগের মত নেই মারা গেছে ! সেই টলটলে পানি নেই । কচুরীপানায় ভরে গেছে নদীটি তার উপরে নদীর উপর দিয়ে আবার সাকো করা হয়েছে । এই সেই কাঠ বাদাম গাছ যার কখা কবি তার বিভিন্ন কবিতায় উল্লেখ করেছেন । কবির জম্নবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মেলার বিভিন্ন অংশ আপনাদের সবাই কে ধন্যবাদ । গত ২৫ শে জানুয়ারী ছিল সাইকেল সধুসূদন দত্তের ১৮৮ তম জম্নবার্ষিকী ।

আর তার এই দিন কে স্বরন করে প্রতি বছরই আয়োজন করা হয় মধুমেলার । ঘুরে আসলম মধু মেলা আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার দেখা জিনিস দৃশ্যপট গুলো । সাগড়দাড়ি গ্রামের প্রবেশ পথ । কবির প্রতি সম্মনে এর ফটক তৈরী করা হয়েছে । ১৮৮ তম জম্নবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মেলার মূল ফটক ।

সাগড়দাড়ি গ্রামে মাইকেল মধুসূদন ইন্সটিটিউশন মেলায় একটি বইয়ের স্টল মধুমেলার আরেকটি প্রবেশদ্বার মধুপল্লি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের বাস-ভবনের গেট । কবির লেখা একটি কবিতার কয়েকটি পংতি,বাড়ির মূল ফটক পার হলেই এটি নজরে পড়ে । কবির বাড়ির সামনের পুকুর মাইকেল এর ভাস্কর্ষ মধুসূদন দত্তের বাস-ভবন (পৈতৃক বাড়ি) মধুসূদন দত্তের বাস-ভবন (পৈতৃক বাড়ি) এর ভেতরের বিভিন্ন অংশ Click This Link কবির বাস-ভবনের একটি রুমে করা পাঠাগার গ্রামের একটি পাঠশালা এই সেই কপতাক্ষ নদ যার বথা কবি তার কবিতায় লিখেছিলেন । সতত, হে নদ , তুমি পড় মোর মনে সতত তোমার কথা ভাবি এ বিরলে ; নদ আর অগের মত নেই মারা গেছে ! সেই টলটলে পানি নেই । কচুরীপানায় ভরে গেছে নদীটি তার উপরে নদীর উপর দিয়ে আবার সাকো করা হয়েছে ।

এই সেই কাঠ বাদাম গাছ যার কখা কবি তার বিভিন্ন কবিতায় উল্লেখ করেছেন । কবির জম্নবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মেলার বিভিন্ন অংশ আপনাদের সবাই কে ধন্যবাদ ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।