আমাদের কথা খুঁজে নিন

   

বউয়ের জন্য লেখা পদ্যাণু-সমগ্র ১

এক সময় নিজেকে খুব ভালো মানুষ মনে হতো। সত্যিকারের ভালো মানুষদের দেখে ভুল ভেঙ্গেছে। আমার বউটা প্রায়ই ধুম করে ক্ষেপে যায় আমার উপর। অনেক কয়দা কসরত করে তার মান ভাঙ্গাতে হয়। অবশ্য রাগ ভাঙ্গার পর লক্ষ্মী মেয়েটা বড় ভালোবাসে আমায়।

তখন মনে হয় জীবনটা বড় মধুর। যাই হোক, বউয়ের রাগ ভাঙ্গাতে আমার মোক্ষম হাতিয়ার পদ্মাণু। তারই কিছু পাবলিকলী হাজির করে ফেললাম। এই পোস্ট নিয়ে উনি ক্ষেপলে পোস্টটা আরও পুষ্ট হবে ইনশাল্লাহ, কারণ সেই রাগ ভাঙ্গাতে আরও কিছু পদ্মাণুর জন্ম হবে হয়তো। ১. এক মানবীর হাতটি ধরে স্বপ্ন উড়াই ভুলটি করে তাহার থেকেই পালিয়ে বেড়াই।

২. স্বপ্ন দেখি গড়বো বলে, পা ফেলি পথ চলবো বলে, জেগে উঠি বাঁচবো বলে, ভালোবাসি বাসবো বলে। ৩. তোমার আমার সকল কথা, দু'টি প্রাণের জমাট ব্যথা রইলো জমা পাখির কাছে, বন-বনানী- ফুলের কাছে আমরা শুধু রইবো বসে চুপটি করে, চোখটি মেলে। ৪. ভাবনার মেঘ, কল্পিত ঝড়। ভাবনা ফুরায়, রয় ভাঙ্গা ঘর। ৫. ঝরা পালক, ছিন্ন মুকুল।

ক্ষণিক আবেগ, সবহারা ভুল। : ৬. তোমায় ভেবে রাত্রি জাগি, দিবস কাটাই ঘুমে। ঘুমের মাঝে স্বপ্নে চেপে চক্ষে আসো নেমে। [পরে আরও যোগ করার আশা রাখছি] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.