বউ বলিল এই দেখনা তোমার পোট্রেট আনলাম হাজার টাকায় আঁকিয়ে। আমি বললাম হাজার টাকা আমায় দিতে থাকতাম না হয় ঐ ছবির জায়গায় দাড়িয়ে। বউ বলিল ছিঃ রুক্ষ তুমি শিল্পকলা নেই তোমার আশেপাশে। আমি বলি কী বলছ? শিল্প বাদে আমার দিনই কাটে অভাবের কলা আর বাঁশে। বউ বলিল সে খুব রাগ করেছে যাবে এখনই বাপের বাড়ি। আমি বলি কাম সেরেছে। যাওয়ার আগে দিতে হবে হয়তো ভাড়া-নতুন শাড়ি। বউ বলিল থাক থাক দেখাতে হবে না এখন ভালবাসা আমি বলি সাধে কি দেখাই আমারও তো আছে দুখের মাঝে একটু ভাল থাকার আশা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।