আমাদের কথা খুঁজে নিন

   

তারেকের নাম ভাঙ্গিয়ে ৩০ লাখ!

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি গঠনের জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙিয়ে ৩০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের শীর্ষ পদের জন্য তদবির করা ২ ছাত্রনেতার কাছ থেকে দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা এ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে। কোনো ধরনের সম্মেলন ছাড়াই কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে- এমন শর্তে কেন্দ্রীয় নেতারা ওই টাকা নেন। আর টাকা হাতিয়ে কেন্দ্রীয় নেতারা বলছেন, এটা তারেক রহমানের জন্য ‘উপঢৌকন’। তবে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের একজন বলছেন, এ খবরটি সত্য নয়।

তারেক রহমানের নামে টাকা দেওয়া ঘটনা গত কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জে আলোচিত হচ্ছিল। প্রায় ২ মাস আগে এ ৩০ লাখ টাকা গোপনে আদায় করলেও এখন পর্যন্ত মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা না করায় গোপন বিষয়টি আর শেষ পর্যন্ত গোপন থাকেনি। গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আদিঅন্ত। বুধবার নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কয়েকজন শীর্ষ নেতা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। অপরদিকে, মহানগর ছাত্রদলের শীর্ষ পদে আসার চেষ্টা করা এক নেতা কেন্দ্রীয় নেতাদের টাকা দেওয়ার খবরটি পরোক্ষভাবে স্বীকার করেন।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কয়েকজন শীর্ষ নেতা তাদের পরিচয় প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। আর জেলা ছাত্রদলের কমিটির সম-মর্যাদার মহানগর ছাত্রদলের কমিটিতে ঠাঁই পেতে জোর লবিং গ্রুপিং করে কয়েকজন ছাত্রনেতা। এর মধ্যে জেলা ছাত্রদলের শীর্ষ পদে আসার জন্য চেষ্টাকারী কয়েকজন নেতাও জেলা কমিটির চেয়ে মহানগর ছাত্রদলের প্রতি ঝুঁকতে থাকেন। গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের কয়েকদিন আগে থেকেই বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের পক্ষে প্রচারণা চালাতে নারায়ণগঞ্জ আসেন ছাত্রদলের কয়েকজন শীর্ষ নেতা। তখন মহানগর ছাত্রদলের জন্য চেষ্টা করা দুই ছাত্রনেতা কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন।

সেখানে কেন্দ্রীয় নেতারা মহানগর ছাত্রদলের কমিটি গঠনের জন্য নেতা বাছাই করতে থাকেন। সে সময় কয়েকজন ছাত্রনেতা আগ্রহ প্রকাশ করে তাদের দিয়ে কমিটি গঠনের অনুরোধ জানান। এ জন্য তারা কেন্দ্রীয় কমিটির নেতাদের ম্যানেজ প্রক্রিয়া শুরু করেন। তারা সম্মেলন ছাড়াই কেন্দ্রীয়ভাবে কমিটি অনুমোদনের চেষ্টা করতে থাকেন। ৩০ অক্টোবর নির্বাচনের পর ঈদুল আযহার আগে কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের পদে আসার জন্য তদবির করা কয়েকজন ছাত্রনেতার সঙ্গে আলোচনা করেন।

তখন কেন্দ্রীয় নেতারা স্থানীয়দের প্রস্তাব দেন, ‘ছাত্রদলের রাজনীতিতে তারেক রহমানের নির্দেশনা রয়েছে। তাকে ম্যানেজ করা ছাড়া ছাত্রদলের কমিটি গঠন সম্ভব হবে না। এ জন্য তাকে উপঢৌকন পাঠাতে হবে। ’ তারেক রহমানের কথা শুনে নারায়ণগঞ্জের ২ ছাত্রনেতা গত রোববার পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের কাছে কয়েক দফায় প্রায় ৩০ লাখ টাকা দেন। টাকা দেওয়া এক ছাত্রনেতাও গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় সাংগঠনিক তৎপরতা চালানোর সময়ে অনুগামীদের জানান, ‘তারেক রহমান পর্যন্ত টাকা পাঠানো হয়েছে।

সুতরাং কমিটি আমাদের নেতৃত্বেই হবে। ’ এ ছাত্রনেতা বিগত বিএনপি সরকারের আমলে নারায়ণগঞ্জের একটি বেসরকারি কলেজের ভিপি ছিলেন। ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় এ ছাত্রনেতার বাবা বিএনপি নেতা সে সময়ের সংস্কারপন্থিদের দলে ভিড় করেছিলেন। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় কমিটি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন না দেওয়ায় তারেকের নামে ‘উপঢৌকন হিসেবে ৩০ লাখ টাকা দেওয়ার খবরটি ধীরে ধীরে রটে যেতে শুরু করে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন, এ মাসের মধ্যেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে।

জেলা ছাত্রদলের শীর্ষ পদ থেকে যেসব নেতা বাদ পড়বেন তাদের প্রাধান্য দিয়েই মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে জেলা ছাত্রদলের সভাপতি পদে মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মাসুকুল ইসলাম রাজীব এবং মহানগর ছাত্রদলের সভাপতি পদে মনিরুল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক পদে আবুল কাউসার আশার সম্ভাবনা বেশি। এদিকে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি প্রদানের জন্য রূপগঞ্জের ২ ছাত্রনেতার কাছ থেকে কেন্দ্রীয় নেতাদের অঢেল টাকা নেওয়ার ঘটনা এখন ওপেন সিক্রেট। নারায়ণগঞ্জের বিএনপি থেকে শুরু করে সকল সহযোগী সংগঠনের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জানেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রত্যাশী রূপগঞ্জের ২ ছাত্রনেতার কাছ থেকে কেন্দ্রীয় নেতাদের টাকা নেওয়ার ঘটনা। এ ব্যাপারে বুধবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তবে গত ১৪ জানুয়ারি আবদুল আলীম বাংলানিউজকে বলেন, ‘টাকা লেনদেনের যে কথা উঠেছে তা সম্পূর্ণ অবান্তর ও ভিত্তিহীন। ছাত্রদলকে বিতর্কিত করতেই ষড়যন্ত্রকারীরা এ ধরনের কথা ছড়াচ্ছে। প্রকৃত ছাত্রদলের জন্য ত্যাগী এবং আস্থা রাখা যায় এমন নেতা, যারা দলের জন্য ভবিষ্যতে কাজ করতে পারবেন এবং ছাত্ররাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাদের দিয়েই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হবে। এ মাসেই এ ২টি কমিটি গঠন করা হবে। ’ অপরদিকে, বিবাহিত ও অছাত্রদের বাদ দিয়ে এ দুই কমিটি গঠনের দাবি উঠেছে স্থানীয় মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে।

তাদের দাবি, প্রকৃত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। প্রসঙ্গত, ২০০৩ সালের ২৮ মে গঠিত জেলা ছাত্রদলের ৮১ সদস্যের অনেকেই এরইমধ্যে তাদের ছাত্রত্ব হারিয়েছেন। ২০১০ সালের ২৫ আগস্ট ঢাকার একটি হোটেল নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন। কিন্তু এখন পর্যন্ত কোনো কমিটি গঠন করা হয়নি। বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২ Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।