মামলা করতে দুদক নেয়ার পর বিএনপির সমালোচনার মধ্যে বৃহস্পতিবার রমনা থানায় মামলাটি দায়ের হয়।
উপপরিচালক আর কে মজুমদার বাদি হয়ে এই মামলা করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
যথাসময়ে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলার অনুমোদন হয় মঙ্গলবার কমিশনের বৈঠকে।
এরপর বুধবার ইকবাল মান্দ বানুর আইনজীবী নাসিরউদ্দিন অসীম, জাকির হোসেন ভুঁইয়া ও ফারহানা বেগম নোটিসের জবাব দিতে ৩০ দিন সময় চেয়ে আবেদন করেছিলেন।
তখন দুদক কমিশনার সাহাবুদ্দিন বলেছিলেন, মামলা অনুমোদন দেয়ার পর পেছানোর কোনো সুযোগ নেই।
বিএনপির দাবি, তাদের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের শাশুড়ির বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক হয়রানিমূলক।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে বলেন, “ইকবাল মান্দ বানু কেবল তারেক রহমানের শ্বাশুড়িই নন, তিনি সাবেক নৌবাহিনী প্রধানের স্ত্রী।
ইকবাল মান্দ বানুর জামাতা তারেক বেশ কয়েকটি মামলা মাথায় নিয়ে পাঁচ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে রয়েছেন।
মেয়ে জোবাইদা রহমানও রয়েছেন স্বামীর সঙ্গে।
খালেদা জিয়ার ছেলে তারেকের বিরুদ্ধে মামলাগুলোও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক বলে বিএনপির দাবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।