আমাদের কথা খুঁজে নিন

   

বক্তব্য ও চরিত্র কিন্তু একই, তা সে বাংলাদেশই হোক আর মিশরই হোক

বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ চরিত্র একই: আল জাজিরা সরাসরি সাক্ষাতকার নিচ্ছিলো মুরসি বিরোধী সেকুলারিস্টদের প্রধান মুখপাত্র খালেদ দাউদের। সাক্ষাতকারটি অনেক টা এরকম, আ. জা: বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছেন... খা. দা: ব্লা ব্লা... মুসলিম ব্রাদারহুডের সকল সদস্যকে আহ্বান করছি, মিসরের জন্য আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হোন। যদিও ইতোমধ্যে আমরা খবর পেয়েছি মিশরের বিভিন্ন শহরে ব্রাদারহুডের সমর্থকরা কপ্টিক খৃষ্ঠানদের ঘরে ঢুকে ঢুকে তাদেরকে হত্যা করছে। যদিও আমার কাছে কনফার্ম নিউজ আসেনি কতজন মারা গেছে। মৌলবাদি, ধর্ম নিয়ে রাজনীতি করে, জংগি এই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে... ব্লা... ব্লা...ব্লা.. আ. জা.: সেনাবাহিনি মিশরে আলজাজিরা সহ আরো কয়েকটি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছে, এটাকে কি আপনি কি বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ মনে করেন।

খা.দা : দেখুন, আমি নিজেও একজন সাংবাদিক। আমি বাক স্বাধীনতায় পুরোপুরি বিশ্বাস করি। আমি মনে করি সেনাবাহীনি এরকম কিছু করবেনা। আমি এটাকে সাপোর্ট করছিনা। কিন্তু এটা সত্য যে মিশর এ মুহুর্তে খুব ক্রিটিক্যাল একটা সময় পার করছে।

এই সময়ে সবাইকে খুব সাবধান থাকতে হবে। মিশরের প্রয়োজনে এখন অনেক কিছুই করতে হচ্ছে। বাক স্বাধীনতা খুব গুরুত্বপূর্ন একটা বিষয়.... ব্লা .. ব্লা... কিছু কি বুঝতে পারছেন? চরিত্র ও বক্তব্য কিন্তু একটাই। সেই যে আমাদের দেশে কিভাবে বিএনপি, জামাত হেফাজতের বিরোদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হতো তারা নাকি হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিতেছে। মৌলবাদ, জংগী, ধর্ম নিয়ে রাজনীতি, আর শেষে, বাংলাদেশে ৫ মে'র কালো রাত্রে লেডি হিটলার কতৃক গনহত্যার সময় বন্ধ করে দেওয়া হয় ভিন্ন মতাবলম্বী টিভি চ্যানেল, বলা হয়েছে সরকারের নাকি কোন উপায় ছিলো না।

দেশের এই পরিস্থিতিতে সরকারের আর কোন রাস্থা ছিলোনা!!!! আসলে স্বৈরাচার, গনতন্ত্র বিরোধীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেনো বক্তব্য ও চরিত্র কিন্তু একই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।