আমাদের কথা খুঁজে নিন

   

যারা বলেছেন মিতা হকের বক্তব্য বিকৃত করা হয়েছে তারা কি বক্তব্য ঠিকমত শুনেছেন ????



একজন ব্লগার দাবী করলেন মিতার বক্তব্য নাকি বিকৃত করা হয়েছে !!! সে নাকি ইহা বলে নাই যে যারা ঘোমটা দেয় তারা বাংগালী নয় !! তেতুল শফীর যখন অশ্লীল বক্তব্য প্রচারিত হয়েছিল তখন ও একই কথা বলা হয়েছিল । এখন ও দেখি তাই । তাহলে সত্য কি ? আসুন আবার একবার মনোযোগ দিয়ে শুনি মিতা কি বলেছে? মিতা ১.১০-১.৩৭ মিনিট পর্যন্ত যে কথাগুলো বলেছে তা হুবহু নিন্মরুপ - "আজকাল বাংলাদেশে রাস্তায় বেরিয়ে, কোন ডাক্তার খানায় গিয়ে , কোন হাসপাতালে গিয়ে যেখানেই একটু বেশি লোক সমাগম , একটা ওয়েটিং রুম আছে, অপেক্ষা করছে,সেখানে আমি দেখি যে একমাত্র আমি বাংগালী আমি শাড়ি পরে গেছি এবং আমার মাথায় ঘোমটা নাই কিন্তু আর যারা এতটুকু ( হাত দিয়ে দেখিয়ে ) বের করে রাখছে এতে তারা আর যাই হোক তারা বাংগালী নয়। " এখানে সে শুধু ঘোমটা নয় পর্দা নিয়ে কটাক্ষ করেছে ।কারন সে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে অথচ কিছু লোক এই বেহায়া , নির্লজ্জ মহিলার পক্ষাবলম্বন করে নিজেদের কি প্রমান করতে চান ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।