আমাদের কথা খুঁজে নিন

   

ইসির বক্তব্য



এতদিন যাহা শুনিলাম:
ভোটে তো প্রধান বিরোধীদল নাই - তাহাতে কি? কোন সমস্যা নাই।
ভোটে তো অপ্রধান বিরোধীদলগুলাও নাই - তাহাতে কি? কোন সমস্যা নাই।
এমন কি ক্যান্ডিডেটও ইতিহাসে সর্বনিম্ন - তাহাতে কি? কোন সমস্যা নাই।
অভিযোগ- আইন ভাঙ্গিয়া প্রত্যাহারের সুযোগ দিয়াছেন - তাহাতে কি? কোন সমস্যা নাই।
কাহাকেও আবার প্রত্যাহারে বাধা দিয়াছেন - তাহাতে কি? কোন সমস্যা নাই।


সংখ্যাগরিষ্ঠ আসনে তো ভোটই হইল না - তাহাতে কি? কোন সমস্যা নাই।
ভোটে তো বিদেশী পর্যবেক্ষকরা আসিল না - তাহাতে কি? কোন সমস্যা নাই।
ভোটে তো দেশীয় পর্যবেক্ষকও নাই - তাহাতে কি? কোন সমস্যা নাই।
খুক খুক, দুষ্টরা কহে আপনারা নাকি অমেরুদন্ডী - তাহাতে কি? কোন সমস্যা নাই।

সামনে যাহা শুনিব:
বাকী আসনসমূহের ভোটও ভোটাররা বর্জন করিল যে - তাহাতে কি? কোন সমস্যা নাই।



যাহা বুঝিলাম:
তোরা যে যা বলিস ভাই - তাহাতে কি? কোন সমস্যা নাই।
যাহাদের পুতুল তাহাদের যে কোন মূল্যে ক্ষমতায় আনিতে চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.