~ ভাষা হোক উন্মুক্ত ~
বৃষ্টির দিনে মন কেমন করে? আমার তো করে, আপনার? বৃষ্টি, মেঘলা আকাশ, হু হু করে বয়ে চলা বাতাস, শুকনো পাতা ঝরার শব্দ, ছাদের কার্নিশ বেয়ে ঝড়ে পড়া জলের টুপটাপ ... কেমন যেন আলস স্থবির করে দেয় সময়টা। ভাল লাগেনা, কিছু করতে ভাল লাগেনা সে সময়টা তে। ছুটির দিন গুলোতে সে সময়টায় সঙ্গী হয় মন উদাস করা গানেরা।
১)
তোমাকে ভেবে মন
আনমনা সারাক্ষণ
কেন কি কারণে
তুমি সেই তুমি
কবে ধীরে ধীরে
হয়েছো আমার তুমি
এ হৃদয় জুড়ে ...
জাভেদ আলী ও অন্বেষা দত্ত গুপ্তার কণ্ঠে "অচেনা প্রেম" ছবির অসাধারণ একটি গান।
ডাউনলোড করুন
(Right-click and select Save Target As/Save Link As)
২)
আমি যত বেশি ভালোবাসি তোমায়.
তার চেয়েও বেশি ভালবাসতে চাই
আমি যত বেশি কাছে আসি তোমার,
তার চেয়েও বেশি কাছে আসতে চাই
ভালোবেসে আমাকে নাও জড়িয়ে ,
তোমার প্রেমের ছোঁয়াতে দাও রাঙিয়ে ...
আরেফিন রুমি ও পড়শির গাওয়া "পড়শি" এলবামের একটি ডুয়েট ট্রাক।
অসাধারণ একটা কম্পোজিশন। গানটির মাঝে ইন্ট্রুমেন্টের ব্যাবহার, বিশেষ করে বাঁশির ব্যাবহারটা আর পড়শির গলায় আবেগের ছোঁয়াটা খুব ভাল লাগে।
ডাউনলোড করুন
(Right-click and select Save Target As/Save Link As)
৩)
আমি তোমায় না দেখি
তুমি আমার না হও
আমি যত দূরে যাই
তুমি কাছে রও
আমি স্বপ্নে তোমায় দেখি
ঘুমিয়ে যখন রই
স্মৃতিতে এসো তুমি
যদি দিশেহারা হই
একা হয়ে যাই আমি
স্বপ্ন স্মৃতি ছাড়া
তুমি ছাড়া মনে হয়
আমি তো আমি নই
সন্ধির গাওয়া এই অদ্ভুত সুন্দর গানটি বার বার শুনলেও যেন মন ভরে না। ট্র্যাকটি "ভালবাসি তোমাকে" মিক্সড এলবামের একটি গান।
ডাউনলোড করুন
(Right-click and select Save Target As/Save Link As)
৪)
ভালোবাসা
আকাশ এখানে অসীম নীল
ডানা মেলে উড়ে যায়, স্বপ্নের গাংচিল
স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর
থমকে দাঁড়ায়
এই দিগন্ত, চোখের সীমানায়
কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়?
পালবাসা সিদ্দিকার কন্ঠে "ভালবাসি তাই ভালবেসে যাই" নাটকের অসাধারণ ট্র্যাক।
ডাউনলোড করুন
(Right-click and select Save Target As/Save Link As)
৫)
যাও বল তারে
মেঘের ওপারে
বৃষ্টি বন্দনা জুড়ে ধরণীতল
যাও বল তারে
শ্রাবণ আষাঢ়ে
মেঘের শতদলে ছুঁয়েছে ভেজা জল
মাতাল হাওয়ার ধ্বনী বৃষ্টি কি শোনে না
ময়ূর পেখম তোলে ধিম তানা দে রে না ...
ধিম তা না ট্রাকটি কণার "সিম্পলী কণা" এলবামের একটি রিদমিক ট্র্যাক।
ডাউনলোড করুন
(Right-click and select Save Target As/Save Link As)
৬)
ঘুম ভেঙ্গে যায় যদি কোন শীতের রাতে
জানালা খুলো না তোমার উষ্ণ হাতে
আমি রাতের আকাশ
শীতের বাতাস
তোমার চুলে উড়ি
আমি রঙধনুর রঙ নিয়ে
তোমার স্বপ্নে পুরি ...
বাপ্পার গাওয়া এই ট্র্যাকটি "ভালবাসি তোমাকে" মিক্সড এলবামের আরেকটি গান।
ডাউনলোড করুন
(Right-click and select Save Target As/Save Link As)
৭)
মেলেছ চোখে
উড়েছে ধুলো
দূরের পালক
তোমাকে ছুলো
তবু আজই
আমি রাজী
চাঁপা ঠোঁটে
কথা ফোটে
শোনো
আমাকে রাখো
চোখের কিনারে
গোপন মিনারে ...
জানি দেখা হবে - টাইটেলের গানটি শ্রেয়া ঘোষালের গাওয়া। চমৎকার কম্পোজিশনের গানটিতে বাংলা ও হিন্দি এক সাথে কম্পোজ করা। শ্রেয়া ঘোষাল আবার প্রমাণ দিলেন তার গানের জগতে তার অসাধারণত্বের।
ডাউনলোড করুন
(Right-click and select Save Target As/Save Link As)
৮)
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছ
যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ
দিয়ে বুনি তোমার সালে ভালোবাসা
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছ
"যে কটা দিন তুমি ছিলে পাশে" ডুয়েটে কণ্ঠ দিয়েছেন সপ্তর্ষি মুখার্জী ও শ্রেয়া ঘোষাল। গানটি "বাইশে শ্রাবণ" ছবির।
ডাউনলোড করুন
(Right-click and select Save Target As/Save Link As)
৯)
মন কাঁদে সারা বেলা তোরই আশায়
লাগেনা ভাল কিছু
তোকে ভেবে হায়
তোর তরে হায়
মন পুড়ে যায়
নীল সে আকাশ রাত হয়ে যায় ...
তাওসিফের "অপেক্ষা" এলবামের একটি গান।
ডাউনলোড করুন
(Right-click and select Save Target As/Save Link As)
১০)
রিমঝিম এ ধারাতে,
চায় মন হারাতে
এই ভালোবাসাতে
আমাকে ভাসাতে
এলো মেঘ যে ঘিরে এলো
বৃষ্টি সুরে সুরে
সোনায় রাগিণী
মনে স্বপ্ন এলোমেলো
এই কি শুরু হল
প্রেমের কাহিনী ...
চমৎকার এই গানটি গেয়েছেন শান ও শ্রেয়া ঘোষাল। গানটি "প্রেমের কাহিনী" ছবির একটি গান।
ডাউনলোড করুন
(Right-click and select Save Target As/Save Link As)
বোনাস ট্র্যাক -
১১) আমার পরান যাহা চায় - রূপঙ্কর
১২) বৃষ্টি পায়ে পায়ে - শুভমিতা
১৩) কোথায় যাব উড়ে - সামিনা ও রূপঙ্কর
১৪) ঝড় ঝড় বরিষে - নচিকেতা
১৫) কেন এ মন অকারণ - শ্রেয়া ঘোষাল
** কৃতজ্ঞতাঃ যে আমাকে ভাসিয়ে দেয় গানে গানে।
সবাই ভাল থাকবেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।