আমাদের কথা খুঁজে নিন

   

আষাঢ় ও তার রিমঝিম বৃষ্টির ছন্দময় শুভেচ্ছা

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

কদম ফুল ফুটেছে। কালো মেঘে আকাশ ঢেকে আছে। মেঘের গুড়্ গুড়্ ডাক। হঠাৎ হঠাৎ ভয়ঙ্কর শব্দ।

মাঝে মাঝে বিজলী চমকায়। হয়তো এখনই হঠাৎ একপশলা বৃষ্টি চলে আসবে। বৃষ্টি চলে এসেছে। কি দারুণ! কি মজা! শুরু হলো ঐ আলতা পায়ে নুপুরের রিমঝিম শব্দের ছন্দে মন মাতানো , প্রাণ জুড়ানো বৃষ্টি। আজ পহেলা আষাঢ়।

তাই প্রকৃতির এই মধুছন্দ আয়োজন। গ্রীষ্মের তাপদাহকে ম্লান করে দিতেই এই অঝোর বৃষ্টিমালা। প্রতিটি বৃষ্টির ফোটায় ও তার স্নেহ মাখানো স্পর্শে তরুলতা সজীব হয়ে উঠছে। আষাঢ়ে ফোটে শাপলা, পদ্ম, চালতা, কেতকী ফুলসহ আরো নানা ফুল। বাজার জুড়ে থাকে মৌসুমী ফলের সমারোহ।

এ মাসে ‘রথযাত্রা' আসবে। পূরীর জগন্নাথের স্মরণে এই উৎসব। একটি রথে জগন্নাথ, তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে বসিয়ে উপাসকরা সোল্লাসে কোনো নদী তীরে টেনে নিয়ে যাবে এবং গোসল (স্নান) করিয়ে ফিরিয়ে আনবে। ‘ছন্দের জাদুকর' খ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্তের বর্ষা বিষয়ক কবিতালিখেছেন-‘বর্ষা', ‘ইলেশে গুড়ি' ও ‘বর্ষা নিমন্ত্রণ'। রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষাপ্রীতি তো রীতিমতো প্রবাদতুল্য।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীমউদ্দীন বর্ষাকে তাদের সাহিত্যকর্মে উপস্থাপন করেছেন বিভিন্ন আঙ্গিকে। চিত্রশিল্পীরাও বর্ষাকে ক্যানভাসে নিয়ে এসেছেন। পটুয়া কামরুল হাসানের ‘বৃষ্টির দিনে খেয়াঘাট' শীর্ষক চিত্রকর্মটি আজও অনন্য হিসেবে স্বীকৃত। http://www.biplobiderkotha.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।