আমরা এমন একটা সময়ে অবস্থান করছি যখন আস্তিক আর নাস্তিকদের বিরোধ মিটাতে করণীয় কি তা ভাবছি। সরকার সবসময় নানাভাবে সুবিধা ভোগের চেষ্টা করেছে। এখনো তাই করবে। কিন্তু সকল সমস্যার পিছনে শুধু সরকার নয় আমরাও দায়ী। নির্দিষ্ট করে বলতে গেলে ব্লগ পরিচালনাকারীরাই বেশি দায়ী।
কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে- রাষ্ট্র বা সরকার বিরোধী অনেক লেখা ব্লগ কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ব্যান করে থাকে। অনেক সময় ব্লগ কর্তৃপক্ষ নোটিশ দিয়েও সর্তকবর্তা দিয়েছে। এ কাজটি যদি বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপ না হয় তাহলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন ব্লগও ব্যান করতো পারতো ব্লগ কর্তৃপক্ষ। কিন্তু তারা তা কখনো করেনি। বরং সম্প্রতিকালে এ বিষয়টি ব্লগের প্রধান উপজীব্য হয়েছে।
তাই এ দায় ব্লগ পরিচালনাকারীরা এড়াতে পারে না। এখনো সময় আছে এসব নিয়ে অহেতুক বিভেদ বন্ধের। এ উদ্যোগ আমাদেরই নিতে হবে। তবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বরাবরের মত ব্লগে সোচ্চার থাকতে হবে সবাইকে। জনমত বৃদ্ধি করতে ইতিপূর্বে দেয়া শান্তিপূর্ণ কর্মসূচির মত কর্মসূচি অব্যাহত রাখতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।