আমাদের কথা খুঁজে নিন

   

টিপটিপ সোনা

অতপর বাচ্চা টা তার মা কে প্রশ্ন করলো,মা কেন আমাকে মেরে ফেলা হলো ? মা তার কোমল স্বপ্নে হাত বুলিয়ে বললো বাবুন রে আমি রে আমি যে বেঁচে থেকেও প্রতিনিয়ত মরছি ,শুধু মাএ একটা মেয়ে হবার দোষেই । আর তার বাবা সত্য থেকে মুখ ঘুরিয়ে নেয়। প্রতি রাতে মা তার স্বপ্নে ডুকরে কাদে,বাবা পাশ ফিরে শোয়। একজন মা জানেনা একটা মেয়ে বাবুর স্বপ্নে কমতি কোথায় ছিলো ,বাবুন সোনা জানেনা জন্মের আগে কি দোষে তাকে কোল ছাড়া হতে হলো। কেন দিনের পর দিন মা তার স্বপ্ন পচা নালীতে ভেসে যেতে দেখবে ?আর বাবা দাফন করে দেবে এক মেয়ের স্বপ্ন এক মায়ের স্বপ্ন।

খুন করে সে পায় এক পৈশাচিক আনন্দ । আমরা যারা রোজ রাতে নতুন নতুন স্বপ্ন বানাই একবার এই মায়ের জায়গায় নিজেকে বসাই ,একটু ভাবি , না হয় একটা বার প্রশ্ন করি মা তোমার কেমন কষ্ট হয়? মা কখনই তার কষ্টের কথা বলতে পারেনা । আশা ভঙ্গের মত তাকিয়ে থাকে,রাত দুপুরে তার মেয়ে কে খোজে ,এই ভেবে একটা সময় শান্ত হয় যে হয়ত মেয়ে তার বাবার আঙ্গুল ধরেই ঘুমিয়ে পরেছে । কিন্তু হায় কি নিলর্জ পিতা ,যে হাজার বার জন্মালেও মা হতে পারবেনা ,একটা মেয়ের কষ্ট বুঝবেনা । খারাপ একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে গেলো, একটা বাবু দেখলাম ,মনটা খুব খারাপ হয়ে গেলো ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।