একটা কবিতাই লিখি বরং। কবিতার মধ্যে এক রকম ফাকিবাজি আছে। চাইলেই লিখে দেয়া যায়। যারা ভাবেন কবিতা লিখা কঠিন বা অন্যরকম কোন ক্ষমতার ব্যাপার তারা এই ফাকিবাজিটা জানেন না। ফাকিবাজিতে লিখলে সেটা কবিতা হতেও পারে নাও হতে পারে। কিন্তু যিনি লিখবেন তিনি কবিতা মনে করে লিখলেই হলো। এই দেখেন কবিতা লিখবো বলে শুরু করে কিসব আবোলতাবোল বকতে শুরু করেছি। একটা কবিতা ধরা যাক এরকম হলো -
টিপ টিপ বৃষ্টি সারাদিন
রাস্তা ভেজা
পীচের আস্তর ভেজা
পাথরগুলি ভিজে কালো হিরে
এই রাস্তায় কখনো চলেছে ঘোড়ার গাড়ি
কোন দূর অতীতে
সেই গাড়িগুলির ভিতরে
কত কিছু ছিল
কী ছিল তা পথিক কখনো দেখেনি
হতে পারে কোন মর্জিনা
খুব করে ভালোবেসেছিল
তার রহিম বাদশা'কে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।