আমাদের কথা খুঁজে নিন

   

গর্ভপাতঃ সবচেয়ে আপনজন দ্বারা সবচেয়ে অসহায় ও দুর্বল অবস্থায় পৃথিবীর সবচেয়ে নৃশংসতম পদ্ধতিতে একটি শিশুকে হত্যার নাম!!

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন কয়েকটি প্রশ্নঃ যদি বলি একটি মানুষকে হত্যা করা কেমন অপরাধ? আর যদি একটি শিশুকে হত্যা করা? আছা শিশুটি যদি নবজাতক বা এক দিন বয়সী হয়? আর শিশুকে যদি পৃথিবীতে আসার আগেই মেরে ফেলা হয়? এই শিশুকেই যদি তার সবচেয়ে আপনজনরা তার নিজের জন্মদাতা মা/বাবা হত্যা করে? তাহলে সেই জাতিকে কি বলবেন সভ্য না অসভ্য নাকি বলার মত কোন শব্দই নাই? পৃথিবীর জগন্যতম হত্যাঃ এই আধুনিক যুগে মানুষ হিসাবে আজ আমরা কতটা সভ্য তার একটা বড় একটি বড় প্রমাণ হল গর্ভপাত বা Abortion. আজকাল উন্নত দেশগুলিতে এবং এমনকি আমাদের মত দেশে বিশেষ করে ধনী পরিবারগুলিতে জন্মনিয়ন্ত্রণ বা নারী অধিকার নামে এই গর্ভপাত একটি অতি সাধারণ বিষয়। একটি মানব জীবনের তার জীবনের গুরুত্বপূর্ণ ও সবচেয়ে দুর্বলতম অধ্যায় হল তার মায়ের গর্ভে থাকাকালীন সময়টা। আর পৃথিবীতে একটি সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ স্থানও হল মায়ের গর্ভ তার পর মায়ের বুক? পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায়, সবচেয়ে আপনজন দ্বারা সবচেয়ে অসহায় ও দুর্বল অবস্থায় একটি শিশুকে হত্যার নাম হল গর্ভপাত। হত্যা পদ্ধতিঃ এই গর্ভপাতের পদ্ধতিও পৃথিবীর সবচেয়ে নৃশংসতম হত্যা পদ্ধতি। বাহির থেকে দাঁড়ালো কাঁচি প্রবেশ করিয়ে প্রথমে তার পা দুটি কেটে ফেলা হয়, এরপর তার হাত দুটিও কাঁচি দিয়ে বিচ্ছিন্ন করে বাহিরে নিয়া আসা হয়।

এভাবে মাথা ও শরীরের বাকি অংশ পর্যায়ক্রমে টুকরো টুকরো করে কেটে বের করে। ছবিতে দেখুন একটি ২৩ সপ্তাহ বয়সী মানব ভ্রূণ হত্যার পদ্ধতি!!! গর্ভপাত পদ্ধতি পরিসংখ্যানঃ সমগ্র পৃথিবীতে প্রতি বছর গর্ভপাতের সংখ্যা ৪২ মিলিয়ন বা চার কোটি ২০ লক্ষের বেশী প্রতিদিন গর্ভপাত হয় ১ লক্ষ ১৫ হাজার। এই গর্হীত কাজের ৮৩% হয় উন্নত দেশ গুলিতে এবং ১৭% হয় উন্নয়নশীল দেশে। লিংক এই গর্ভপাত পৃথিবীতে এই সভ্য মানুষ ছাড়া অন্যকোন অসভ্য জীব জানোয়াররা প্রকৃতির নিয়মের বাহিরে কিছু করেনা করতে পারেনা। আর আমরাই খারাপ কাজের উদাহরনে জানোয়ার নামটা গালি হিসাবে ব্যাবহার করি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।