আমাদের কথা খুঁজে নিন

   

ওনার খাওয়ায় রুচি নাই...!!!!

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... কিছুদনি আগের ঘটনা। এক আত্মীয় মারা যাবার কারনে বাড়িতে গিয়েছিলাম। ঢাকা থেকে ওনার আরো আত্মীয় স্বজনরাও এসেছেন। জানাযা আর দাফন শেষে একটা দোকানে গিয়েছি সকালের নাস্তা করতে। পাড়ার ছোট দোকান তেমন কিছুই পাওয়া যায় না।

পরটা , ভাজি মিষ্টি , দই এইসব পাওয়া যায়। যাক পরটা আর ভাজি ওর্ডার করলাম। এমন সময় আরো একজন এসেছেন ওনাকে আমি খুব ভাল করে চিনিনা। তবে মৃতব্যক্তির আত্তীয় এইটা জানি। যেহেতু আগেই দেখা হয়ে গিয়েছিল সে সুবাদে এইখানে আলাপচারিতা ও হল।

ওনার নাম শুনার পর আমার মনে পড়ল এই লোকের নাম আমি আগেও অনেক বার শুনেছি শুধু ওনার অতিরিক্ত খাওয়ার কারনে। যাই হোক উনি খাওয়া শুরু করলেন.....শেষ পর্যন্ত যা যা খেলেন আমি শুধু তাকিয়ে ছিলাম... পরটা - ২২ টা। ভাজি - ১২ প্লেট। মিষ্টি - ২২ টা। দই - ১০ গ্লাস।

এর পর দোকানদার কে বলেন "ঐ মিয়া কিসের দোকান দিয়েছো খাওয়ার মত কিছু পাওয়া যায় না,দ্যাত...আজকের নাস্তাটাই হইলা। কিসব বানাও খাইতে রুচি পায় না....বল বির কত হয়েছে" ওনার বিল ২৬৫ টাকা হয়েছে। বিল দিযে চলে গেলেন। আমি ওনার খাওয়ার কথা আগেও শুনেছি, নিজ চোখে না দেখলে হয়ত বিশ্বাস করতাম না। সবচেয়ে অবাক হওয়ার বিষয় ছিল এত কিছু খাওয়ার পর ও ওনার খাওয়ায় রুচি না থাকর কারনে খাইতে পারেন নাই ।

!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।