আমাদের কথা খুঁজে নিন

   

সাম্রাজ্যবাদী আমেরিকার যুদ্ধবাজ প্রেসিডেন্ট (রোল অব ওনার)

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।
"আমেরিকায় প্রকৃত পক্ষে কোন রিরোধী দল নাই। দুটি দল ভাগাভাগী করে ক্ষমতা ভোগ করছে। কোন দলই আমেরিকার সাম্রাজ্যবাদীনিতীর বিপক্ষে যেতে পারেনি। কোন দলের পক্ষে এটা সম্ভব নয় যত দিন না কোন ব্যাক্তি (নির্বাচিত প্রেসিডেন্ট) এই নীতি পরিবর্তনের চেষ্টা করবে"।

উপরোক্ত মন্তব্যটি করেছিলেন ফিদেল কাস্ট্রো। বর্তমান আমেরিকার পরিবর্তনের কিছু লক্ষন দেখা যাচ্ছে। যেমন- এই প্রথম একজন কালো মানুষ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আবার এবারই প্রথম একজন মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য লড়লেন। নব নির্বাচিত বারাক ওবামা অনেক পরিবর্তনের কথা বলেছেন।

আমরা আশা করব ফিদেল কাস্ট্রো'র বক্তব্য এইবার যেন সত্যি হয়। আর কোন যুদ্ধ নই বরং ইরাক যুদ্ধের দ্রুত অবসান হোক শান্তিকামী মানুষের এটাই প্রত্যাশা বারাক ওবামা'র কাছে। এর আগে পর্যন্ত ডেমক্রেটরা নির্বাচিত হয়েছেন ১৪ বার আর যুদ্ধ করেছেন ৬ বার। এর মধ্যে দুটি বিশ্ব যুদ্ধই তাদের সময়ে সংঘটিত হয়। আর পৃথিবীর সব চেয়ে জঘন্য ন্যাক্কার জনক হত্যাকান্ড ঘটিয়েছিল জাপানে পারমানবিক বোমা নিক্ষেপ করে।

রিপাবলিকানরা ক্ষমতায় এসেছে ১৯ বার । যুদ্ধ বাধাতে এরাও কম ওস্তাদ নয়। রিপাবলিকানরা যুদ্ধ করেছে ৬ বার। তাদের সময়ই একবার সিভিল ওয়ার হয়েছে। রোল অব ওনার (আমেরিকার প্রেসিডেন্ট ও যুদ্ধ)
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.