সামু তে রেজিট্রেশান করার সময় ভাবছিলাম আমার প্রথম পোষ্ট টা লিখবো একটা কৌতুক দিয়ে। মনে মনে ঠিক ও করে রেখেছিলাম। কিন্তু না শুরু করতে হল একটা শোকের নিউজ দিয়ে। যাই হোক নিউজটা বলি
আজ সকালে ঘুম ভাঙ্গলো আমার ভাটিজার ডাক শোনে।
চাচ্চু চাচ্চু ???
ঘুম থেকে হুম!
বাড়ি থেকে আম্মা ফোন করছে আপনি নাকি জলিল কে চিনেন?
ঘুম থেকেই আমি বলছি কোন জলিল ?
ওনার ছেলে নাকি খুন হইছে?
এক লাফে ঘুম থেকে উঠে কি হইছে ?
আমাদের পাশের গ্রামের জলিল।
তাহমিনার আব্বা নাকি। ওনার নাকি একজন হুজুর ছেলে আছে? ঐ হুজুর ছেলে কে নাকি গত রাতে জবাই করে ফেলেছে।
ওনার নাম,গ্রামের নাম আর আপুর নাম বলাতে আমি চিনলাম। আর তাহমিনা তার বড় ভাইয়ের ক্লাশ মেইট ছিল। সেই হিসাবে তার মা ও ওনার মেয়ে কে চেনে ।
আঙ্কেলের (জলিল সাহেবের) ছেলে আমার খুব কাছের ফ্রেন্ড। ওনি গ্রামের বড় মাতাব্বর। বড় রাজনৈতিকবিদ ও। ওনার ৩ছেলে ও ৩ মেয়ে। ৩নাম্বার ছেলেটা ফ্রেন্ড।
এর মধ্যে ২নাম্বারটা হল হুজুর। উনি দেখতে একটু ডিফারেন্ট ছিলেন। একটু বেশীই খাট। একটু খাট হওয়াতে সবাই তাকে নিয়ে লোকজন কটু কথা বলতো। কিন্তু যেহেতু ওনার বাবার গ্রামের প্রভাবশালী ছিলেন এবং হুজুর ভাইয়া ও খুব ভাল ছিলেন( খুব সহজে ক্ষেপতেন না ) তাই তাকে তেমন জ্বালাতন করতে পারতনা।
তিনি ছিলেন মাদ্রাসা থেকে টাইটেল পাশ। একটু খাট হওয়ার কারনে কোন চাকরি বাকরিও তার কপালে জুটেনি। সবশেষে আঙ্কেল হুজুর ভাইয়াকে একটা ফার্মেসী দোকান করে দেন। দোকান নিয়ে ওনি খুব ভালই চলছিলেন। আমি তাদের বাসাই গেলে তার সাথে ওনেক কথা হত।
সুখ দুঃখের কথা বলতেন। আমার দেখা কয়েকজন ভাল মানুষের মধ্যে ওনি একজন। ওনাকে কখনো ঝগড়া দুরের কথা , জুরে কথা বলতে দেখিনি।
কিন্তু ওনার খুনের সংবাদ ??? তাও আবার দারালো ছুরি দিয়ে জবাই করে ফেলা??
মানুষ কিভাবে পারে?? ওরা কি মানুষ?? তার ফেমিলির কারো সাথে যদি কার ও আক্রোশ ও থাকে কিন্তু তাকে এভাবে খুন করা হল কেন?
অল্প কয়েক দিন আগে তাকে বিয়ে করানো হয়েছে। কি হবে তার স্ত্রী ও তার সংসারের??
আমার আসলে তার ফেমিলিকে সান্তনা দেয়ার মত আমার কোন ভাষা নেই।
শুধু বলতে পারি আল্লাহ তুমি তাকে বেহেশত নসিব কর। আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।