আমাদের কথা খুঁজে নিন

   

এটা কি অপরাধ নয়?

কেবল একজন নারীকে ভালবাস বধু হিসেবে একটা শার্ট কিনতে যাবেন, যার আসল দাম ৫০০ টাকা সেটার দাম চাইবে ২০০০ টাকা। আমি এই জন্য একদামের দোকানের প্রতি বেশি যাওয়ার চেষ্টা করতাম। একটা বাস্তব অভিঙ্গতার কথা বলি, কিয়ামের ৪.৫ লিটারের একটা প্রেশার কুকারের দাম ১০৫০ টাকা। আমি যখন কিনতে গেলাম তখন দাম চাইল ২৬০০ টাকা। আমি তখন জানতাম না যে এটার দাম আসলে ১০৫০ টাকা।

দরদাম করে ১৭৫০ টাকা দিয়ে কিনলাম একটা। আজ জানলাম এটার দাম আসলে ১০৫০ টাকা । আপনার মতে ১০০০ টাকার জিনিসের দাম ২৬০০ টাকা চাওয়া কি অপরাধ বলে মনে হয়? আমার মনে হয় কারন তারা এই কাজটা করে মানুষকে ঠকানোর জন্য এবার একদামের দোকানের কথায় আসি। সেদিন সনির একজোড়া এলকালাইন ব্যাটারি কিনলাম ১৩০ টাকা দিয়ে কারন প্যাকেটের গায়ে ১৩০ টাকার একটা ট্যাগ লাগানো ছিল আর যেহেতু দোকান টা একদামের সুতরাং দরদাম করার সুযোগ ছিল না। সেদিন গুলশান ২ নম্বর এর এক কম্পিউটারের দোকানে গিয়ে দেখলাম সেই ব্যাটারি।

দাম জিঙ্গাসা করলাম বলল ৮০ টাকা জোড়া। ছবি তুলে আনলাম। বাসায় এসে মিলালাম আগের প্যাকেট টার সাথে। একই জিনিস। এবার আপনারাই বলুন আমি কোথা থেকে কেনাকাটা করব? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।