কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে আইসিবি তিনশ কোটি টাকা পাচ্ছে। পুঁজিবাজারকে আরও গতিশীল করতে দেয়া হচ্ছে এ টাকা। আর আজ বৃহস্পতিবারেই এ টাকা দেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামী ছয় মাসের মধ্য আরও ছয়শ কোটি টাকা দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অর্থমন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে এ অর্থ ছাড় করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বুধবার তাকে ডেকে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি তাকে পুন:অর্থায়ন তহবিলের অর্থ ছাড় করতে নির্দেশ দিয়েছেন। তারই আলোকে আজ বৃহস্পতিবার আইসিবিকে ৩০০ কোটি টাকা দেওয়া হবে। এর আগে বুধবার দুপুরে প্রধানমন্ত্রী গভর্নরকে জরুরী তলব করেন।
অবিলম্বে পুঁজিবাজারের জন্য পুন:অর্থায়ন তহবিলের অর্থ ছাড় করার নির্দেশ দেন তিনি।
অর্থ ছাড়ের ব্যপারে বৃহস্পতিবার দুপুরে জরুরী সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে পুন:অর্থায়নের ৯০০ কোটি টাকা ছাড়ের বিষয়ে অর্থমন্ত্রনালয়ের অনুমোদনের জন্য চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। অর্থমন্ত্রনালয়ের অনুমোদন পাওয়ার পরই এই টাকা দেবে কেন্দ্রীয় ব্যাংক। গত ৩ জুন বাংলাদেশ ব্যাংকের ব্যংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওয়াদুদ এই চিঠি পাঠিয়েছেন।
অর্থমন্ত্রনালয় থেকে অনুমোদন পাওয়ার পরই এই অর্থ দেবে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে বলা হয়েছে, তিনটি সমান কিস্তিতে এই টাকা আইসিবিকে দেয়া হবে। প্রথম কিস্তির ৩শ কোটি টাকা দেয়া হবে জুলাই মাসে। অক্টোবরে দ্বিতীয় কিস্তি এবং জানুয়ারীতে দেয়া হবে ৩য় কিস্তির টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব অনুযায়ী, আইসিবিকে এই টাকা দেয়া হবে ৫ শতাংশ সুদে।
আইসিবি তা ৬ শতাংশ সুদে দেবে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজকে। ব্রোকারেজ হাউজ তা ১০ শতাংশ সুদে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীকে ঋন দেবে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক চিঠিতে আরো জানিয়েছে, সরকারকে দেয়া মুনাফা থেকে একবারে এই টাকা সমন্বয় করা হবে। তবে, আইসিবিকে ৩ বারে এই টাকা দেয়া হবে। আর আইসিবি এই টাকা ৩ মাস পরপর ১২ কিস্তিতে সুদসহ পরিশোধ করবে।
এদিকে, পুন:অর্থায়নের টাকার বিষয়ে আইসিবি’র কোন ভূমিকা না থাকলেও নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি অর্থমন্ত্রনালয় যোগাযোগ চালিয়ে যাচ্ছে। বিএসইসি আশা করছে এই অর্থ পেলে বাজারে বেশ কিছু পোর্টফোলিও সচল হবে। যাতে করে লেনদেন বাড়বে।
Source: http://marketwatchbd.com/details.php?id=1812 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।