আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতে ইসলামের লং মার্চ যদি অযৌক্তিক হয় তাহলে বর্তমানে শাহবাগের আন্দোলন মহা অযৌক্তিক

চলার পথকে নিজের মত করে রঙাত চাই। হেফাজতে ইসলামের লং মার্চকে যে রাজনৈতিক ভাবে মহাজোট সরকার দেখছে তা আর বলার অপেক্ষা রাখে না। সরকারি দলের নেতাদের বক্তব্য দারা প্রকাশিত যে ৬ মার্চের লং মার্চের তারা গোর বিরোধী। তবে সব চাইতে হাস্যকর বক্তব্য মনে হলো হাছিনাই দিলেন! উনার নাকি জানা আছে কিভাবে ইসলাম ও রাসূলের মর্যাদা রক্ষা করতে হয়! আর মর্যাদা রক্ষার নাটক শুরু করলেন রাঘব বোয়ালদের না ধরে ৩ ধর্ম অবমাননাকারীকে ধরে! এই তিন জনকে ধরেই সরকার মহা কার্য সম্পাদন করে ফেলেছেন!? তাই এখন আর নাকি হেফাজতে ইসলামের লং মার্চ যুক্তি নাই! তাহলে শাহবাগের আন্দোলন শুরু হলো কেদের মল্লার ফাঁসির দাবিতে! আপনারা আইন সংশোধন করলেন ,আপিল করলেন,এবন ফাঁসির রায় যে দিবে তা যে কেওউ বলে দিতে পারে! জামাত শিবিরের নিষিদ্ধের দাবীও আসল শাহবাগ থেকে, সরকার নাকি নিষিদ্ধের কার্যক্রম শুরু করেছে! প্রধান মন্ত্রী যেখানে সংসদে দাড়াইয়া বললেন তার মন শাহবাগে পড়ে আছে এবং তিনি আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করলেন,এর পরেও শাহবাগের আন্দোলনের বর্তমানে কি প্রোয়য়োজন,যেখানে সকল দাবি সরকার মানে নিয়েছে! আর নাস্তিকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে, আপনারা বলেন লং মার্চ অযৌক্তিক! যদি হেফাজতে ইসলামের লং মার্চ যদি অযৌক্তিক হয় তাহলে বর্তমানে শাহবাগের আন্দোলন মহা অযৌক্তিক শেষ কথা হলো সকল অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.