আমাদের কথা খুঁজে নিন

   

সালেক খোকনের ২য় বই “সাংস্কৃতিক বৈচিত্র্যে আদিবাসী।”

আসছে একুশে বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে সালেক খোকনের ২য় বই “সাংস্কৃতিক বৈচিত্র্যে আদিবাসী”। ইত্যাদী গ্রন্হপ্রকাশের ব্যানারে এই বইটির মোড়ক উন্মোচন হবে আগামী ২রা ফেব্রুয়ারী ২০১২,বৃহস্পতিবার বিকেল ৫.৩০মিনিটে বাংলা একাডেমীর নজরুল মঞ্চে। মোড়ক উন্মোচন করবেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন সাপ্তাহিক এর সম্পাদক গোলাম মোর্তোজা এবং সাপ্তাহিক কাগজের সম্পাদক জব্বার হোসেন। লেখক সালেক খোকন দীর্ঘদিন ধরে আদিবাসীদের নিয়ে কাজ করে যাচ্ছেন।

দেশের প্রত্যন্ত আদীবাসী অঞ্চল থেকে আদিবাসীদের জীবন জীবিকা,ইতিহাস,সংস্কৃতি নানা সমস্যা তুলে ধরেছেন বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্র পত্রিকাতে। প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো, কালের কন্ঠ, সমকাল,সাপ্তাহিক ২০০০,সাপ্তাহিক, সাপ্তাহিক কাগজ,সহ বিভিন্ন পত্রিকাতে। এসব সংবাদকে সংকলিত করে গত বইমেলায় প্রকাশিত হয়েছিল তার প্রথম বই “আদিবাসী মিথ এবং অন্যান্য”। তার এই ভিন্ন ধারার বইটি বইপ্রেমীদের ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। সকল বই প্রেমীদের অনুপ্রেরণাতেই লেখক তার নতুন বই সাংস্কৃতিক বৈচিত্র্যে আদিবাসী প্রকাশ করতে যাচ্ছে।

অনুষ্ঠানে সকলের উপস্থিতি লেখকের অনুপ্রেরণা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।