সৃস্টির সেরা মানুষ তার অতি ক্ষুদ্র জ্ঞানের সীমাবদ্ধতায় এ সুবিশাল মহাবিশ্বের অসীম অজানার কণাতম রহস্যও ভেদ করতে না পারার চরম ব্যর্থতায় স্রস্টাকেই অস্বীকার করার স্পর্ধা দেখায়!!! নতুন একটা ফল খেলাম আজকে প্রথমবারের মত [আরে বেকুব first time বলেইতো new fruit ]... জিনিসটার নাম কাঠবাদাম আর দাম বিশ টাকা, বিশ টাকা, বিশশশশশশ টাকা! এটা প্রথমে দুভাগ করতে হবে... এর shape তখন অনেকটা হার্টের মতো i.e. Love Sign এর মতো হয়ে যাবে.... সো ইহা একটি রোমান্টিক ফলও বটে! এরপর কালো বাদামগুলো আলাদা করিতে হইবে... দুষ্ট বালকেরা বাদামগুলোকে বিচি বলিয়া ভুল করিবেননা এরপর দুদফা skin surgery শেষে (৫ নং ছবিতে বাদামের তিনটি অবস্থাই দেখানো হয়েছে---ইহা physics এ পদার্থের তিন অবস্থা থেকে ভিন্ন) আসল সাদা অংশটুকু পাওয়া যাবে। সাদা অংশটুকু খাওয়া শেষে বউয়ের বকুনি থেকে রক্ষা পেতে হলে চামড়ার ছিলা অংশটুকু হার্টের এক অংশে এবং অবশিষ্ট বাদামগুলো হার্টের অপর অংশে রাখা সংবিধিবদ্ধ সতর্কীকরণ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।