আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
মহাবালাজোটের মন্ত্রী সৈয়দ আশরাফের সর্বশেষ বক্তব্যে যাওয়ার আগে অতীতের কিছু ঘটনা দেখি। ২০০৫ সালে ব্রাম্মণবাড়িয়ার সীমান্ত অবৈধ অনুপ্রবেশ করে একদল বিএসএফ সদস্য একটি গ্রামের কয়েকজন গ্রামবাসীকে পেটাতে থাকে। খবর পেয়ে বিডিআর সেখানে পৌছে থামতে বললে বিএসএফ আগে গুলি চালায়। তখন বিডিআরও আত্নরক্ষার্থে পাল্টা গুলি চালায়। মাঝখানে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী কিশোরী নিহত হয়।
আর পাল্টা গুলিতে মারা যায় বিএসএফ জওয়ান জীবন কুমার। ব্যাস আর যায় কোথায়। পরের দিন আওয়ামী-বাকশালী সাবের চৌধুরী ও ফারুক চৌধুরী সাংবাদিক সম্মেলন করে বলে "জোট সরকার ভারতের সাথে সম্পর্ক নষ্ট করছে"। একেতো বিএসএফ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করল, তার উপর গ্রামবাসীদের পিটাল ও এক কিশোরীকে হত্যা করল তার কোন উল্লেখ সাবের ও ফারুক চোট্টারা উল্লেখ করল না। ঐ জোট আমলেই ভারতের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কেউ রুখলেতো বটেই কেউ যথাযথ প্রতিবাদ করলে হাসিনা ও বাকশালী গং তেলে বেগুনে জ্বলে উঠত।
এবার আশরাফের গতকালের বক্তব্য প্রসঙ্গে আসি। চাপাইয়ের হাবিব স্রেফ ঘুষ দেয়নি বলে তাকে ৮ বিএসএফ সদস্য উলঙ্গ করে যেভাবে নির্যাতন করল তা সভ্য বিশ্বে কল্পনাই করা যায় না। আর ভারত নাকি বলে পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র! ভারতের বিভিন্ন আচরণ আফ্রিকার রুয়ান্ডার চেয়েও খারাপ। খাটি ধর্মনিরপেক্ষবাদী ও মানবতাবাদী আশরাফ বাংলাদেশ হতে যারা ভারতে অর্থের বিনিময়ে গরু আনতে যায় তারা কেন একতরফা হত্যা ও নির্যাতিত হয় তা যথাযথ বিবেচনায় নিতে নারাজ। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই ইলিশ মাছ খায়।
অনেক সময় সরকারী ভাবে ইলিশ রপ্তানী নিষিদ্ধ থাকলেও তা চোরাচালানের মাধ্যমে ভারতে যায়। কই কোনদিনওতো শুনলাম না ইলিশ মাছের জন্য কোন ভারতীয়কে বিডিআর অথবা বিজিবির হাতে প্রাণ দিতে হয়েছে? আর হিন্দু অধ্যুষিত ভারতে প্রচুর গরু। আর আমরা ভারতীয় গরু পালনকারীদের নগৎ অর্থে কিনে আনি। কিন্তু এই খানেই এত বিপত্তি কেন? বহু জিনিসই ভারত হতে চোরাচালানী হয়। খাদ্য, বস্ত্র, যন্ত্রপাতি ইত্যাদি।
কোনদিনও শুনলাম না যে কোন বাংলাদেশী চোরাকারবারী বিএসএফের হাতে এই জিনিস আনতে গিয়ে নিহত হয়েছে। এমনকি মরণ নেশা ফেন্সীডিল আনতে গিয়েও কোন বাংলাদেশী চোরাকারবারী নিহত হয় নি। তাহলে গরু ব্যাবসায়ীদের উপর ভারতীয় বিএসএফের এত আক্রোশ কেন? তাদের দেশের উৎপাদিত পণ্য ন্যায্য ও নগৎ অর্থে কিনছি তার জন্য নিহত-নির্যাতিত হওয়াতো দূর কেন ঘুষ দিতে হবে? আর আমাদের হাসিনা গং এতই বেহায়া নিজ দেশে ইলিশ সংকট ও চড়া দাম হলেও ভারতীয় বিশিষ্ট নাগরিকদের টনকে টন ইলিশ ট্রাক বোঝাই করে দিয়ে আসে। কিন্তু হিন্দু ভারত গরু নিয়ে কেন চড়াও হয় এই বিষয়টির কোন সুরাহাই করতে পারে না। ভারত বাংলাদেশীদের জান, মান, সম্পদ নিয়ে যা ইচ্ছা তাই করবে কিন্তু আপনি তার যথাযথ প্রতিবাদ করতে পারবেন না।
আপনাকে এই সব হারালেও একে নিয়তি বলেই মেনে নিবেন এবং উপভোগ করবেন! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।