আমাদের কথা খুঁজে নিন

   

পোস্ট দেওয়ার নামে অবৈধ যৌনতাকে উস্কে দেওয়া আর কত?

"আমার রঙ্গীন পাল নীল সাগরে, ভেসে যায় তরী আমার ঢেউ এর তরে, চলো স্বপ্ন বুনি নীল দরিয়ায়, অসীম নীলে তরী আমার যায় উড়ে যায়!" সামুতে এসব কি হচ্ছে? ঢাকা শহরের ডেটিং প্লেস (১৮+ ভদ্দরলোকের প্রবেশ নিষেধ। ক্রমাগত আপডেট হইবে) ঢাকা শহরের ডেটিং প্লেস (১৮+ ভদ্দরলোকের প্রবেশ নিষেধ) পার্ট - ২ প্রকাশ্যে ঢাকা শহরে বা তার বাইরে ডেটিং প্লেসের নামে যেসব বর্ণনা দেওয়া হচ্ছে তা তো প্রকাশ্যে যৌনতা কে উস্কে দিচ্ছে! আরে ভাই,আপনারা ডেটিং করতে গিয়ে মেয়েদের সাথে যেখানে যা খুশি করবেন –তাই বলে-বিজ্ঞাপন দিইয়ে জানাতে হবে নাকি যে কোন জায়গায় এসব লীলাখেলা করা খুব সহজ! ১৮+ দিবেন-ঠিক আছে,কিন্তু এসব পোস্ট এর মূল উদ্দেশ্য হল অবৈধ যৌনতাকে উস্কে দেওয়া! এসব প্লেসের সন্ধান জানেন ঠিক আছে,তাহোলে এগুলো আপনার বুন্ধুমহলে প্রচার করেন! Somewhereinblog এর মত পাব্লিক প্লেসে এসব জায়গার বর্ণনা ও এখানে গিয়ে কি করা যায়-তার ব্যাখ্যা দেওয়া আমার কাছে অনৈতিক মনে হয়! আমি সুশীল ও না,১৮- ও না,একজন সাধারণ ব্লগার হিসেবে আমি এর প্রতিবাদ জানাচ্ছি! পোস্টটি দেখুন আর ভাবুন কতটা রিপোর্ট করার যোগ্য!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.