আমাদের কথা খুঁজে নিন

   

দেশে কি গৃহযুদ্ধ লেগেই গেল??

ইট হেলমেট দিয়ে পুলিশের মাথা থেতলানো ককটেল এর বিস্ফোরণে স্কুল ছাত্রীর চোখে আঘাত বোমার আঘাতে পুলিশের হাত নষ্ট স্লিপার উপড়ে ট্রেন এর দূর্ঘটনা ঘটানো অতর্কিত নাশকতামূলক হামলা আর কি করে দেশকে গোল্লায় নিতে চায় হরতাল সমর্থকরা??? তারা কি দেশকে ভালবেসে এগুলো করছে??? কোন বাতিকগ্রস্থ মানুষ ই একথা বলবে পুলিশ এর মাথা যেভাবে থেতলানো হল তাতে আমাদের আবার মধ্যযুগীয় বর্বরতার একটা ডেমো দেখতে হল ওই লোকটার তো পরিবার আছে তাদেরকে কি পিকেটার নামক শুয়র গুলো খাওয়াবে,পরাবে,ভরণপোষণ করবে??? তা তো করবে না তাহলে মধ্যযুগীয় কায়দায় লোকটাকে নির্যাতন করে তার পরিবারকে কেন পঙ্গু করা হল আমরা মুসলিম আল্লাহর হাবীব মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে এই শিক্ষা দেননি কেউ যদি ঘৃণ্য অপরাধ করে মানুষ খুন করে তবে তার শাস্তি পাওয়া ফরজ স্বয়ং আল্লাহ বলেছেন যে যার যার কর্মফল এই দুনিয়াতেও ভোগ করতে হবে আখিরাতে জামায়াত-শিবির ধর্মের নামে যে নৈরাজ্য শুরু করেছে,যেভাবে মানুষ খুন করার প্রয়াস চালাচ্ছে নির্বিচারে এর ফল মহান আল্লাহ তায়ালা ভয়াবহভাবে তাদের ফিরিয়ে দিবেন ইনসাআল্লাহ আর ওহে নাস্তিকবাদ পরিপুষ্ট ব্লগার তোদের যেনো আল্লাহ তায়ালা পশুর মত এবং সবচেয়ে নিকৃষ্টতম মৃত্যু দেয় সেই দোয়া করি ওহে যারজের বাচ্চারা তোদের বাক স্বাধীনতা আছে কিন্তু কারও ধর্মানুভুতিতে আঘাত করার কোন অধিকার ই নাই দয়া করে তোরা কারও ধর্মে আঘাত করিস না তোদের বিভৎস পরিণতি তোদের জন্য অপেক্ষা করছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.