আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুরা, আমাদের ‘অতিথির’ জন্য দোয়া করবেন।

....তাই ভালো হতে পারিনি। অফিসে আমার কাজের কিছুটা ব্যাঘাত ঘটার অনেকটা কারণ যে এই ব্লগিং তা আমার ইমিডিয়েট সুপারভাইজর ইতোমধ্যেই টের পেয়ে গেছেন। অনুমান করছি আপার ম্যানেজমেন্টও কিছুটা আঁচ করতে পেরেছেন। তাই আমার প্রফেশনাল কাজে যে সুনাম অর্জন করেছি তা এই সামান্য ব্লগিংয়ের জন্য নষ্ট করতে চাইনা। তাছাড়া পারিবারিক দায়িত্বও বেড়ে যাচ্ছে।

তাই শুধুমাত্র ব্লগিংয়ের জন্য কোন রকম প্রফেশনাল ঝুঁকি নিতে চাচ্ছিনা। অফিসে আমার কাজের সুনাম বজায় রেখে এবং পরিস্থিতি বুঝে হয়তো ব্লগে ঢুকব, তবে ব্লগার হিসেবে নয়; ভিজিটর হিসেবে। বন্ধুরা, সময় করতে পারছিনা। তাই আপাতত আপনাদের কাছ থেকে দূরে থাকতে হচ্ছে। আগামী মাসের মাঝামাঝিতে আমাদের ছোট্ট সংসারে আল্লাহ তায়ালা একজন ‘অতিথি’ পাঠাচ্ছেন।

এই নিয়ে মোটামুটি ব্যস্ত সময় যাচ্ছে। তার জন্য দোয়া করবেন। এই ব্লগে ঢুকে আমি যত সময় নষ্ট করেছি, সেই সময়টুকু যদি একাডেমিক পড়াশোনার কাজে ব্যয় করতাম তাহলে অনেক কিছু শিখতে পারতাম। আমার যে ভাইয়ার উৎসাহে আমি এতদূর এসেছি তিনি চান আমি আরও কিছু জেনে ও শিখে নিজেকে আরেকটু সমৃদ্ধ করি। তাই গতকাল ভাইয়ার কিছু বকাঝকা খেয়ে বোবার মতো বসে থাকা ছাড়া আর কোন উপায় ছিলনা।

বকাঝকা খাওয়ার পর ভাইয়াকে কথা দিয়েছিলাম আর কোন দিন অযথা সময় নষ্ট করব না। এমনকি ব্লগ থেকে আমার একাউন্টসহ মুছে ফেলব। যে সময়টুকু ব্লগিংয়ে ব্যয় হয় তার অর্ধেক সময়ও যদি কম্পিউটার নিয়ে খোঁচাখুচি করি তাহলে কিছু শিখতে পারব। আশা করছি আজ সন্ধ্যায় ভাইয়াকে বলতে পারব, 'আমি ব্লগিংয়ের ইতি টেনে ফেলেছি। আমার একাউন্ট চেক করে দেখ আমার একাউন্টে আর কিছুই নেই।

ফকফকা সাদা। ' র দোয়া করবেন এই প্রতিজ্ঞা যেন রক্ষা করতে পারি। বন্ধুরা, কখনো ব্লগের কোন পোস্ট বা মন্তব্যের কারণে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা করে দিবেন। ভাইয়ার কাছে করা প্রতিজ্ঞা রক্ষা করা ও আমাদের ‘অতিথির’ জন্য দোওয়া করবেন। ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।