আমরা যারা ব্লগার তারা সবাই একটি পরিবারের মতো। আমার কাছে তাই মনে হয়। কিন্তু আমরা দেখতে পাই এই ব্লগে নানা ধরনের আজবাজে কথা নিয়ে সময় নষ্ট করা হয়। সবার প্রতি একটি আহবান জানাই। বাজে কথা না লিখে।
বাজে কথার উত্তর না দিয়ে আমরা সবাই কাজের কথা লিখি। আমাদের চার পাশে অনেক সমস্যা। এসব সমস্যার কথা লিখি। যার সমাধান জানা আছে সে সমাধান দেই। দেখবেন সরকারী কর্তারাও আমাদের ব্লগে আসা শুরু করবেন।
সমস্যার কথা লিখতেই থাকুন। এই যেমন আমার এলাকার রাস্তার বেহাল দশা। বৃষ্টি হলে পানি জমে যায়। কাঁদা পানিতে একাকার হয়ে যায়। স্কুলের শিশুরা ও অভিভাবকেরা অনেক কষ্ট করে স্কুলে যায়।
এলাকার কমিশনারের দেখা নাই। সংসদ সদস্য ভোটের পর এলাকায় আসেনি। ভোটের আগে বাড়ী বাড়ী আসতেন। এখন ফোন করলে পিএ ধরে।
এলাকার মাস্তানদের জন্য মেয়েরা রাস্তায় চলতে পারেনা।
রাতে ছিচকে চোরেরা জানালার ফাকা দিয়া এটা সেটা নিয়ে যায়। তাদের ভয়ে এই গরমে জানালা খোলা রেখে ঘুমানো যায় না। পাহাড়াদাড়েরা রাতে কি করে বেড়ায়। খোজ নিন। সকালে ব্লগে তুলে দিন।
কার এলাকায় মশার ঔষধ কোন দিন দেয়নি। সিটি মেয়র কেন খোজ রাখেনা। আপনার এলাকায় ইদানিং ছিনতাইয়ের খবর কী। রাত বারোটার পর বাসায় যেতে ভয় লাগে কিনা।
ডিএমপি কমিশনার বলেছেন অনির্বাচিত তত্বাবধায়ক সরকারের সময়ের তুলনায় এখন ঢাকার আইন শৃংখলা ভাল ।
আপনি কী এর সংগে একমত হতে পারছেন।
না পারলে কেন না। তা ব্যাখ্যা করুন।
এলাকার কেউ সমস্যায় পড়লে তাকে সাহার্য করার জন্য লিখতে পারেন।
বেশী বলে ফেললাম নাতো? কিছু মনে করবেন না যেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।